বিনোদন ডেস্ক: প্রথমবারের মত একক কনসার্ট নিয়ে আসতে চলেছে ব্যান্ড অর্থহীন। ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ শীর্ষক কনসার্টে; আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে হবে এই কনসার্ট। বিজ্ঞপ্তিতে ব্যান্ডের ম্যানাজার এহসানুল হক টিটু জানিয়েছেন, জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হয়েছে। তিনি বলেন, “এটি শুধুই একটি কনসার্ট নয় এটি ব্যান্ডের জন্য এক অনন্য অভিজ্ঞতা, যেখানে সংগীত, প্রযুক্তি ও বিদ্রোহ একই সূত্রে গাঁথা থাকবে।
” কনসার্টটির আয়োজন করছে গেট সেট রক ও অ্যাসেন। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং শেষ হবে রাত ১০টায়। ব্যান্ডের অ্যালবাম নিয়ে টিটু বলেছেন তাদের ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম শিগগিরই আসছে। “অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে আনা হয়েছে।” ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমনের ব্যান্ডটির লাইনআপে রয়েছেন মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী মঈন (গিটার)।