ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রশিবিরের সেক্রেটারি

‘প্রথম আলো-ডেইলি স্টার দিল্লির দালাল, শিবির রগ কাটে এ প্রোপাগান্ডা তারা ছড়িয়েছে’

  • আপডেট সময় : ০৯:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

 ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে রগ কাটার অভিযোগকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের পৌর টাউনহল মার্কেটের কনফারেন্স রুমে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এক শিক্ষার্থীর প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

শিবির সেক্রেটারি বলেন, ‘যখন রংপুরে এমন প্রশ্নের উত্তরে জিজ্ঞাসা করি, রংপুরে কার রগ কাটছে, তখন প্রশ্নকারী বলেন, এখানে না রাজশাহীতে কেটেছে শুনেছি। যখন রাজশাহীতে এমন প্রশ্নে জিজ্ঞাসা করি রাজশাহীতে কার কাটছে, তখন প্রশ্নকারী বলেন, এখানে না চট্টগ্রামে কেটেছে শুনেছি। কিন্তু কোথায় কার রগ কাটে সেটা আর খুঁজে পাওয়া যায় না।’

শিবিরের বিরুদ্ধে রগ কাটার অভিযোগকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অপপ্রচার দাবি করে শিবিরের এ নেতা বলেন, ‘২০১৩ সালে প্রথম আলো ষড়যন্ত্র করে রিপোর্ট করেছিল। তারা বলেছিল, শিবিরের কিছু লোক এমন (রগ কাটছে) করেছে। কিন্তু তাদের নাম কী? পুলিশ তাদের গ্রেফতার করেনি কেন? তাদেরতো আওয়ামী লীগ আমলে গ্রেফতার করার কথা ছিল। করে নাই কেন? এত স্বজনপ্রীতি কি আওয়ামী লীগের সঙ্গে আমাদের ছিল? সে সময় তো ছাত্রশিবিরের ৩১ শতাংশ লোক গুমের শিকার হয়েছিল।’

‘তারা (রগ কাটার) কোনো প্রমাণ পায়নি। এগুলো মিথ্যা প্রপাগান্ডা, প্রথম আলো ও ডেইলি স্টার যারা দিল্লির দালাল পত্রিকা তারা এমনটা ছড়িয়েছে। তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলামের সঙ্গে যাতে আমাদের সম্পর্ক না থাকে, আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই চক্রান্ত করা শুরু করে। আশা করি, সেই চক্রান্তের ফাঁদে আপনারা পা দেবেন না ইনশাআল্লাহ।’ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তিনি।

‘শিবিরকে রগ কাটা বলে কারণ ওরা অন্য কোনো উসিলাতো পায় না। শিবিরকে তো বলতে পারে না আপনি চরিত্রহীন, শিবিরকে বলতে পারে না আপনি ধর্ষক, আপনি ছিনতাইকারী, চাঁদাবাজ! শিবির যেটা করে না তারা সেটা বলে মানুষকে শিবির থেকে আলাদা করার চেষ্টা করে।’ যোগ করেন নুরুল ইসলাম সাদ্দাম।

আগামী নির্বাচনে জামায়াত-শিবির বিজয়ী হলে শরিয়াহ আইন চালু করবে কি না- অপর এক শিক্ষার্থীর এমন প্রশ্নে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘শিবিরতো ক্ষমতায় যাবে না। তবে শিবিরের অনেক সাবেক নেতাকর্মী জামায়াতে আছে। তারা যদি ক্ষমতায় যান তাহলে কল্যাণ রাষ্ট্র গঠন করবেন। শরিয়াহ অনেক আইনতো আমাদের প্রচলিত আইনে বহাল রয়েছে। কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য যা করা প্রয়োজন হবে তারা তেমনটা করবেন।’

অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন, পলিটেকনিক শাখা সভাপতি মোস্তাক তাহমিদ মুঈনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সানা/আপ্র/২৭/১০/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান ফায়ার সার্ভিস ডিজির

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রশিবিরের সেক্রেটারি

‘প্রথম আলো-ডেইলি স্টার দিল্লির দালাল, শিবির রগ কাটে এ প্রোপাগান্ডা তারা ছড়িয়েছে’

আপডেট সময় : ০৯:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে রগ কাটার অভিযোগকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের পৌর টাউনহল মার্কেটের কনফারেন্স রুমে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এক শিক্ষার্থীর প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

শিবির সেক্রেটারি বলেন, ‘যখন রংপুরে এমন প্রশ্নের উত্তরে জিজ্ঞাসা করি, রংপুরে কার রগ কাটছে, তখন প্রশ্নকারী বলেন, এখানে না রাজশাহীতে কেটেছে শুনেছি। যখন রাজশাহীতে এমন প্রশ্নে জিজ্ঞাসা করি রাজশাহীতে কার কাটছে, তখন প্রশ্নকারী বলেন, এখানে না চট্টগ্রামে কেটেছে শুনেছি। কিন্তু কোথায় কার রগ কাটে সেটা আর খুঁজে পাওয়া যায় না।’

শিবিরের বিরুদ্ধে রগ কাটার অভিযোগকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অপপ্রচার দাবি করে শিবিরের এ নেতা বলেন, ‘২০১৩ সালে প্রথম আলো ষড়যন্ত্র করে রিপোর্ট করেছিল। তারা বলেছিল, শিবিরের কিছু লোক এমন (রগ কাটছে) করেছে। কিন্তু তাদের নাম কী? পুলিশ তাদের গ্রেফতার করেনি কেন? তাদেরতো আওয়ামী লীগ আমলে গ্রেফতার করার কথা ছিল। করে নাই কেন? এত স্বজনপ্রীতি কি আওয়ামী লীগের সঙ্গে আমাদের ছিল? সে সময় তো ছাত্রশিবিরের ৩১ শতাংশ লোক গুমের শিকার হয়েছিল।’

‘তারা (রগ কাটার) কোনো প্রমাণ পায়নি। এগুলো মিথ্যা প্রপাগান্ডা, প্রথম আলো ও ডেইলি স্টার যারা দিল্লির দালাল পত্রিকা তারা এমনটা ছড়িয়েছে। তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলামের সঙ্গে যাতে আমাদের সম্পর্ক না থাকে, আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই চক্রান্ত করা শুরু করে। আশা করি, সেই চক্রান্তের ফাঁদে আপনারা পা দেবেন না ইনশাআল্লাহ।’ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন তিনি।

‘শিবিরকে রগ কাটা বলে কারণ ওরা অন্য কোনো উসিলাতো পায় না। শিবিরকে তো বলতে পারে না আপনি চরিত্রহীন, শিবিরকে বলতে পারে না আপনি ধর্ষক, আপনি ছিনতাইকারী, চাঁদাবাজ! শিবির যেটা করে না তারা সেটা বলে মানুষকে শিবির থেকে আলাদা করার চেষ্টা করে।’ যোগ করেন নুরুল ইসলাম সাদ্দাম।

আগামী নির্বাচনে জামায়াত-শিবির বিজয়ী হলে শরিয়াহ আইন চালু করবে কি না- অপর এক শিক্ষার্থীর এমন প্রশ্নে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘শিবিরতো ক্ষমতায় যাবে না। তবে শিবিরের অনেক সাবেক নেতাকর্মী জামায়াতে আছে। তারা যদি ক্ষমতায় যান তাহলে কল্যাণ রাষ্ট্র গঠন করবেন। শরিয়াহ অনেক আইনতো আমাদের প্রচলিত আইনে বহাল রয়েছে। কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য যা করা প্রয়োজন হবে তারা তেমনটা করবেন।’

অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন, পলিটেকনিক শাখা সভাপতি মোস্তাক তাহমিদ মুঈনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সানা/আপ্র/২৭/১০/২০২৫