ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম আলো অফিসের সামনে ফের অবস্থান আন্দোলনকারীদের

  • আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রথম আলো বয়কটের আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা আবারও পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাদের আন্দোলন কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে আন্দোলনকারীরা রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, আজও আন্দোলনকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আন্দোলনকারীরা কি দাবি নিয়ে অবস্থান নিয়েছেন জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, আন্দোলনকারীদের দাবিটা আসলে কি সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার না। এর আগে রোববার (২৪ নভেম্বর) প্রথম আলো কার্যালয়ের সামনের সড়কে দিনভর অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে একদল ব্যক্তি। এ কারণে রাজধানীর বৃহত্তম পাইকারি কাঁচাবাজারের আড়ত কারওয়ান বাজারের প্রধান সড়কটি যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে। পরে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনী তাদের সরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানেগ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিশৃঙ্খলাকারীদের আঘাত ও তাদের ছোড়া ইটপাটকেলে পুলিশের ছয় পুলিশ সদস্য আহত হন।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রথম আলো অফিসের সামনে ফের অবস্থান আন্দোলনকারীদের

আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রথম আলো বয়কটের আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা আবারও পত্রিকাটির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তাদের আন্দোলন কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে আন্দোলনকারীরা রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, আজও আন্দোলনকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আন্দোলনকারীরা কি দাবি নিয়ে অবস্থান নিয়েছেন জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, আন্দোলনকারীদের দাবিটা আসলে কি সে বিষয়ে আমরা নিজেরাও পরিষ্কার না। এর আগে রোববার (২৪ নভেম্বর) প্রথম আলো কার্যালয়ের সামনের সড়কে দিনভর অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে একদল ব্যক্তি। এ কারণে রাজধানীর বৃহত্তম পাইকারি কাঁচাবাজারের আড়ত কারওয়ান বাজারের প্রধান সড়কটি যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করে। পরে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক করতে যৌথবাহিনী তাদের সরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানেগ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিশৃঙ্খলাকারীদের আঘাত ও তাদের ছোড়া ইটপাটকেলে পুলিশের ছয় পুলিশ সদস্য আহত হন।