ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

প্রথমবার সেরা দশে মেহেদি, ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে আরও ৪ জন

  • আপডেট সময় : ০৭:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করায় বড় অবদান রেখে এবার আরও সুখবর পেলেন বাংলাদেশের বোলাররা। একসঙ্গে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ, সবাই পেলেন ক্যারিয়ার সেরা রেটিং। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন মেহেদি। তার ঠিক পরেই তাসকিনের নাম। এছাড়া সেরা পঁচিশের মধ্যে আছেন রিশাদ ও হাসান।

এই চার জনের পাশাপাশি তানজিম হাসানও উঠেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। ছেলেদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৫.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.১৮ রান খরচায় ৮ উইকেট নেন মেহেদি। পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। এই পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে উঠেছেন মেহেদি। তার নামের পাশে ৬৩৬ রেটিং পয়েন্ট। তিন ম্যাচে ওভারপ্রতি সাত রানের কম খরচায় ৭ উইকেটে নিয়ে তাসকিনও এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং নিয়ে তিনি এখন ১১ নম্বর। একই সিরিজে ওভারপ্রতি ছয়ের কম রান দিয়ে ৬ উইকেট নেন রিশাদ। তিনি ২১ ধাপ এগিয়ে এখন ৬২১ রেটিং নিয়ে আছেন ১৭ নম্বরে।

ওভারপ্রি মাত্র ৫.০৮ রান খরচায় ৪ উইকেট নেওয়া হাসান এগিয়েছেন ২৩ ধাপ। ৫৯৭ রেটিং নিয়ে তিনি এখন ২৪ নম্বরে। আরেক পেসার তানজিম ১৬ ধাপ এগিয়ে ৫১৭ রেটিং নিয়ে স্কটল্যান্ডের মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে ৪৫ নম্বরে অবস্থান করছেন। ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ায় সাত ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। এই তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন মেহেদি। ১০ ধাপ লাফিয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি।

বোলারদের মতো এই তালিকায়ও বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার ওপরে। এই তালিকার এক নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া। ব্যাটসম্যানদের মধ্যে সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথমবার সেরা দশে মেহেদি, ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে আরও ৪ জন

আপডেট সময় : ০৭:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করায় বড় অবদান রেখে এবার আরও সুখবর পেলেন বাংলাদেশের বোলাররা। একসঙ্গে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ, সবাই পেলেন ক্যারিয়ার সেরা রেটিং। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন মেহেদি। তার ঠিক পরেই তাসকিনের নাম। এছাড়া সেরা পঁচিশের মধ্যে আছেন রিশাদ ও হাসান।

এই চার জনের পাশাপাশি তানজিম হাসানও উঠেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। ছেলেদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৫.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.১৮ রান খরচায় ৮ উইকেট নেন মেহেদি। পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। এই পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে উঠেছেন মেহেদি। তার নামের পাশে ৬৩৬ রেটিং পয়েন্ট। তিন ম্যাচে ওভারপ্রতি সাত রানের কম খরচায় ৭ উইকেটে নিয়ে তাসকিনও এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং নিয়ে তিনি এখন ১১ নম্বর। একই সিরিজে ওভারপ্রতি ছয়ের কম রান দিয়ে ৬ উইকেট নেন রিশাদ। তিনি ২১ ধাপ এগিয়ে এখন ৬২১ রেটিং নিয়ে আছেন ১৭ নম্বরে।

ওভারপ্রি মাত্র ৫.০৮ রান খরচায় ৪ উইকেট নেওয়া হাসান এগিয়েছেন ২৩ ধাপ। ৫৯৭ রেটিং নিয়ে তিনি এখন ২৪ নম্বরে। আরেক পেসার তানজিম ১৬ ধাপ এগিয়ে ৫১৭ রেটিং নিয়ে স্কটল্যান্ডের মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে ৪৫ নম্বরে অবস্থান করছেন। ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ায় সাত ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। এই তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন মেহেদি। ১০ ধাপ লাফিয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি।

বোলারদের মতো এই তালিকায়ও বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার ওপরে। এই তালিকার এক নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া। ব্যাটসম্যানদের মধ্যে সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।