ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ খান

  • আপডেট সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : জায়েদ খানের নিজের এলাকা পিরোজপুর জেলা। সেখানে তিনি এর আগে ‘অন্তরজ্বালা’ ছবির শুটিং করেছিলেন। বছর পাঁচেক পরে এই তিনি আবারও পিরোজপুরে ‘সোনার চর’এর ছবির শুটিং করছেন। শুটিং চলাকালীন একটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন জায়েদ খান। ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের লুঙ্গি পরে, সাদা টিশার্টে চেয়ারে বসে আছেন জায়েদ। মাথায় গামছা বাঁধা, গলায় ঝুলছে মাদুলি। তিনি একজন মুক্তিযোদ্ধা। মুখে কালো রঙের মেকাপ নিয়েছেন। তার পাশে বসে আছেন ছবির পরিচালক জাহিদ হাসান ও সঙ্গে দাঁড়িয়ে আছেন আরও সহশিল্পী। জানা যায়, এই ছবিতে জায়েদ খান একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা প্রমুখ। শিল্পী সমিতির নির্বাচন ও নিপুণের সঙ্গে সাধারণ সম্পাদকের পদ ঘিরে আদালতে ছোটাছুটির কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন জায়েদ। কিছুদিন আগে তিনি তার অসম্পূর্ণ ছবি ‘বাহাদুর’-এর শুটিং শেষ করেন। রোববার থেকে পিরোজপুরে ‘সোনার চর’-এর শুটিং শেষ করছেন। নিজের এলাকায় শুটিং করায় জায়েদ খানের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছেন। জানালেন, শুটিং চলাকালীন তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। জায়েদ বলেন, পিরোজপুরে বেড়ে উঠেছি। এই কারণে এই শহর আমার কাছে মায়ার শহর। এর আগে এখানে ‘অন্তর জালা’র পুরো শুটিং করেছি। এবার ‘সোনার চর’-এর শুটিং করছি। নিজের বাড়িতে থেকে কাজ করছি। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই। শুটিংয়ে জায়েদ খানকে দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। তিনি বলেন, গ্রামের বহু মানুষ শুটিং দেখতে ভিড় করছে। কাজটাকে এনজয় করছি। ১৯৭৫-এ বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। জায়েদ জানান, এতে তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও মুক্তিযোদ্ধা চরিত্রে এই প্রথম অভিনয় করছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলী

প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ খান

আপডেট সময় : ১২:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : জায়েদ খানের নিজের এলাকা পিরোজপুর জেলা। সেখানে তিনি এর আগে ‘অন্তরজ্বালা’ ছবির শুটিং করেছিলেন। বছর পাঁচেক পরে এই তিনি আবারও পিরোজপুরে ‘সোনার চর’এর ছবির শুটিং করছেন। শুটিং চলাকালীন একটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করেছেন জায়েদ খান। ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের লুঙ্গি পরে, সাদা টিশার্টে চেয়ারে বসে আছেন জায়েদ। মাথায় গামছা বাঁধা, গলায় ঝুলছে মাদুলি। তিনি একজন মুক্তিযোদ্ধা। মুখে কালো রঙের মেকাপ নিয়েছেন। তার পাশে বসে আছেন ছবির পরিচালক জাহিদ হাসান ও সঙ্গে দাঁড়িয়ে আছেন আরও সহশিল্পী। জানা যায়, এই ছবিতে জায়েদ খান একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা প্রমুখ। শিল্পী সমিতির নির্বাচন ও নিপুণের সঙ্গে সাধারণ সম্পাদকের পদ ঘিরে আদালতে ছোটাছুটির কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন জায়েদ। কিছুদিন আগে তিনি তার অসম্পূর্ণ ছবি ‘বাহাদুর’-এর শুটিং শেষ করেন। রোববার থেকে পিরোজপুরে ‘সোনার চর’-এর শুটিং শেষ করছেন। নিজের এলাকায় শুটিং করায় জায়েদ খানের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছেন। জানালেন, শুটিং চলাকালীন তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। জায়েদ বলেন, পিরোজপুরে বেড়ে উঠেছি। এই কারণে এই শহর আমার কাছে মায়ার শহর। এর আগে এখানে ‘অন্তর জালা’র পুরো শুটিং করেছি। এবার ‘সোনার চর’-এর শুটিং করছি। নিজের বাড়িতে থেকে কাজ করছি। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তারা নেই। শুটিংয়ে জায়েদ খানকে দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন। তিনি বলেন, গ্রামের বহু মানুষ শুটিং দেখতে ভিড় করছে। কাজটাকে এনজয় করছি। ১৯৭৫-এ বঙ্গবন্ধুর হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’। জায়েদ জানান, এতে তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও মুক্তিযোদ্ধা চরিত্রে এই প্রথম অভিনয় করছেন তিনি।