ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

  • আপডেট সময় : ০৯:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ২০০০, ২০১৭ ও ২০২২—নারী ওয়ানডে বিশ্বকাপ এত দিন এক স্বপ্ন ভঙ্গের মঞ্চ হয়েই ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। এর আগে তিনবার সেমিফাইনালে খেলেছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা, তবে ফাইনাল খেলতে কেমন লাগে, সেই স্বাদ কখনো পাননি তারা।

অবশেষে ফুরোচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের দীর্ঘ অপেক্ষা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে লরা ভলভার্টদের দল উঠেছে ফাইনালে। আগামী ২ নভেম্বর নাবি মুম্বাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত কিংবা অস্ট্রেলিয়া।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লরা উলভার্টের বিশাল সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩১৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা। উলভার্ট ১৪৩ বলে ২০ চার আর ৪ ছক্কায় খেলেন ১৬৯ রানের ইনিংস।

বাকিরা কেউ ফিফটিও করতে পারেননি। তাজমিন ব্রিটস ৪৫ আর মারিজান ক্যাপ ৪২ রানের ইনিংস খেলেন। শেষদিকে ২৬ বলে অপরাজিত ৩৩ করেন ক্লো টাইরন।

ইংল্যান্ডের সফি একলেস্টন ৪৪ রানে নেন ৪টি উইকেট।

জবাবে ১ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে ইংল্যান্ড। এরপর অধিনায়ক ন্যাট স্কাইভার-ব্রান্ট ৬৪, এলিস কাপসে ৫০ আর ড্যানি ওয়াট ৩৪ করলেও দুইশর ঘর ছুঁতে পারেনি ইংলিশরা। ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয় দলটি।

মারিজান কেপ ২০ রানের বিনিময়ে একাই শিকার করেন ৫ উইকেট।

এসি/আপ্র/৩০/১০/২০২৫

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

আপডেট সময় : ০৯:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক: ২০০০, ২০১৭ ও ২০২২—নারী ওয়ানডে বিশ্বকাপ এত দিন এক স্বপ্ন ভঙ্গের মঞ্চ হয়েই ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। এর আগে তিনবার সেমিফাইনালে খেলেছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা, তবে ফাইনাল খেলতে কেমন লাগে, সেই স্বাদ কখনো পাননি তারা।

অবশেষে ফুরোচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের দীর্ঘ অপেক্ষা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে লরা ভলভার্টদের দল উঠেছে ফাইনালে। আগামী ২ নভেম্বর নাবি মুম্বাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত কিংবা অস্ট্রেলিয়া।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লরা উলভার্টের বিশাল সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩১৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা। উলভার্ট ১৪৩ বলে ২০ চার আর ৪ ছক্কায় খেলেন ১৬৯ রানের ইনিংস।

বাকিরা কেউ ফিফটিও করতে পারেননি। তাজমিন ব্রিটস ৪৫ আর মারিজান ক্যাপ ৪২ রানের ইনিংস খেলেন। শেষদিকে ২৬ বলে অপরাজিত ৩৩ করেন ক্লো টাইরন।

ইংল্যান্ডের সফি একলেস্টন ৪৪ রানে নেন ৪টি উইকেট।

জবাবে ১ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে ইংল্যান্ড। এরপর অধিনায়ক ন্যাট স্কাইভার-ব্রান্ট ৬৪, এলিস কাপসে ৫০ আর ড্যানি ওয়াট ৩৪ করলেও দুইশর ঘর ছুঁতে পারেনি ইংলিশরা। ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয় দলটি।

মারিজান কেপ ২০ রানের বিনিময়ে একাই শিকার করেন ৫ উইকেট।

এসি/আপ্র/৩০/১০/২০২৫