ক্রীড়া ডেস্ক : ভারত সফরের জন্য শক্তিশালী দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বিস্ফোরক ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস। চোট কাটিয়ে লম্বা সময় পর দলে ফিরেছেন ফাস্ট বোলার আনরিক নরকিয়া। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আইপিএল খেলতে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে অনুপস্থিত সবাই আছেন এই সফরে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রতিযোগিতা টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সবশেষ আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২১ বছর বয়সী স্টাবস। ওয়ারিয়র্সের হয়ে ৭ ম্যাচে ৩ ফিফটি ও ৪৮.৮৩ গড়ে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ২৯৩ রান।
তার ব্যাটিংয়ে সবচেয়ে নজরকাড়া দিক হচ্ছে ঝড় তোলার সামর্থ্য। এখন পর্যন্ত ১৮ টি-টোয়েন্টি খেলা এই তরুণের স্ট্রাইক রেট ১৫৬.১৭। গত টি-টোয়েন্টি চ্যালেঞ্জে যা ছিল ১৮৩.১২। এই প্রতিভা তাকে সুযোগ করে দিয়েছে আইপিএলেও। চলতি আসরের মাঝপথে টাইমাল মিলস চোটে পড়ায় স্টাবসের সঙ্গে চুক্তি করে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে যদিও তেমন কিছু করতে পারেননি তিনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ওই ম্যাচে খুলতে পারেননি রানের খাতাই। গত নভেম্বরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে নিতম্ব ও পিঠের চোটে মাঠের বাইরে ছিলেন নরকিয়া। সেরে উঠে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল দিয়ে ফিরেছেন তিনি খেলায়। এখন পর্যন্ত আসরে পাঁচ ম্যাচ খেলে ২৫.৭১ গড়ে উইকেট নিয়েছেন ৭টি। পাঁচ টেস্ট ও দুই ওয়ানডে খেলা মার্কো ইয়ানসেন আছেন আসছে সিরিজের দলে। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় তিনি। এই পেসারের মতো দলে আছেন বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ না খেলা এইডেন মারক্রাম, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রাসি ফন ডার ডাসেন। পাঁচ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওয়েইন পার্নেল। ২০১৭ সালে সবশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে এই সংস্করণে খেলেছিলেন বাঁহাতি এই পেসার। পরের বছর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট দল উস্টারশায়ারের হয়ে তিন বছরের কোলপ্যাক চুক্তি করেন তিনি। যা তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ঠেলে দেয়। ২০২০ সালের জানুয়ারিতে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যায় যুক্তরাজ্য। তাতে সমাপ্তি ঘটে কোলপ্যাক যুগেরও। পরে গত নভেম্বরে পার্নেল ডাক পান ওয়ানডে দলে। আগামী ৯ জুন শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ। পরের চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ জুন। দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ওয়েইন পার্নেল, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, মার্কো ইয়ানসেন।
প্রথমবার দ.আফ্রিকা দলে বিধ্বংসী স্টাবস, ফিরলেন নরকিয়া
জনপ্রিয় সংবাদ