ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

প্রথমবার কমেডি চরিত্রে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম

  • আপডেট সময় : ০২:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো কমেডিয়ান চরিত্রে অভিনয় করলেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। যদিও এমন তথ্য পেয়ে করিম ভক্তরা গড়াগড়ি খেয়ে হাসবেন। কারণ, অভিনেতার সিংহভাগ চরিত্রই কমেডির চূড়ান্ত।

অনেকে এমনও বলে থাকেন, মোশাররফ করিমের অভিনয়-মেধার প্রায় পুরোটাই নষ্ট হয়েছে কমেডি নামের সস্তা জনপ্রিয়তার চাপে।

সে হিসেবে ‘প্রথমবার কমেডি বা কমেডিয়ান চরিত্রে’ মোশাররফ করিমের অভিনয় করার খবরটি অর্থহীন হলেও, বাস্তবতা ভিন্ন। খবরটি সত্যিই সত্য। কারণ, এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন একজন ‘স্ট্যান্ড–আপ কমেডিয়ান’ চরিত্রে। মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করাই যার কাজ।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ‘ডিমলাইট’ নামের সিনেমায় এমন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ওয়েব ফিল্মটির সহ–প্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।

সেনসেশন কনডমস প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’–এ কমেডিকে আশ্রয় করে একজন পুরুষ চরিত্রের মিডলাইফ ক্রাইসিসের মতো সমস্যা দেখানোর চেষ্টা আছে বলে জানান নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, ‘প্রচুর আলো এবং ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না। কিছু দেখতে চাইলে পরিমিত আলো প্রয়োজন। আমাদের জীবনে নানা সমস্যা আছে, সেগুলোর কিছু দেখা যায় কিছু দেখা যায় না। সেই না দেখতে পাওয়া সমস্যাগুলো সহজভাবে দর্শকদের দেখাতে প্রয়োজন ‘ডিমলাইট’। আশা করছি ফিল্মটি দেখলে দর্শকরা ডিমলাইটের গুরুত্ব বুঝতে পারবেন।’

‘ডিমলাইট’ চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ফিল্ম। ২৫ নভেম্বর প্রকাশিত অফিসিয়াল পোস্টারে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘মিডলাইফ ক্রাইসিস থুক্কু ডিমলাইট ক্রাইসিস’ নির্মাতা জানান, মিডলাইফ ক্রাইসিসটাকেই প্রতীকিরূপে ডিমলাইট ক্রাইসিস হিসেবে বলার চেষ্টা করেছেন তারা। আর এই ক্রাইসিসে ভোগা মানুষটি হলেন স্ট্যান্ড–আপ কমেডিয়ান মোশাররফ করিম। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন।

‘ডিমলাইট’–এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নাহিদ হাসনাত।

স্বাভাবিকভাবে ‘ডিমলাইট’–এ সম্পর্কের গল্প বলা হয়েছে। যেটি প্রধানত এগিয়ে নিয়ে গেছেন মোশাররফ করিম। আর সেই পথে তিনি পেয়েছেন তানজিকা আমিন, পারসা ইভানার মতো অভিনয়শিল্পীদের। গল্পটি শুনে কেমন লেগেছিল তানজিকা আমিনের? উত্তরে বলেন, ‘আমার মনে হয়েছিল এই গল্পটা এ সময়ের এবং এখনই বলা উচিত। এমন ঘটনা আমার যেমন দেখা–জানা, দর্শকদেরও চেনা, জীবনেরই গল্প। তাই কাজটি করতেও আগ্রহী হয়েছি।’

আর পারশা ইভানা বলেন, ‘আমার মনে হয়েছে খুব ফ্রেশ একটা গল্প। যেখানে কনফিউশন, হিউমার, ক্রাইসিস আছে এবং রিলেটেবল। আমরা যে লাইফটা লিড করি সেটারই গল্প বলতে পারেন, সাধারণ ও সহজ।’

গল্পটিকে মোশাররফ করিম দেখছেন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। তার মতে, জীবনে নানা কিছুর আবরণ পড়ে। নিত্য নৈমিত্তিক আবরণ থেকে শুরু করে চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতনের আবরণ। সেই আবরণে ঢাকা পড়ে সম্পর্ক। সেখানে থাকে না ফুল বা ফুলের ঘ্রাণ। অভিনেতা বলেন, ‘এসব আবরণ ধীরে ধীরে ভালোবাসাকে ঢেকে ফেলে, প্রেমটাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছুর ধাক্কার প্রয়োজন হয় এবং বোঝা যায় যে প্রাণভোমরাটা কোথায়। জীবনের মোরাল জিনিসটা খুব শান্ত, ঠান্ডা মেজাজি।’

সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

এসি/আপ্র/২৭/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রথমবার কমেডি চরিত্রে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম

আপডেট সময় : ০২:১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো কমেডিয়ান চরিত্রে অভিনয় করলেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। যদিও এমন তথ্য পেয়ে করিম ভক্তরা গড়াগড়ি খেয়ে হাসবেন। কারণ, অভিনেতার সিংহভাগ চরিত্রই কমেডির চূড়ান্ত।

অনেকে এমনও বলে থাকেন, মোশাররফ করিমের অভিনয়-মেধার প্রায় পুরোটাই নষ্ট হয়েছে কমেডি নামের সস্তা জনপ্রিয়তার চাপে।

সে হিসেবে ‘প্রথমবার কমেডি বা কমেডিয়ান চরিত্রে’ মোশাররফ করিমের অভিনয় করার খবরটি অর্থহীন হলেও, বাস্তবতা ভিন্ন। খবরটি সত্যিই সত্য। কারণ, এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন একজন ‘স্ট্যান্ড–আপ কমেডিয়ান’ চরিত্রে। মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করাই যার কাজ।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ‘ডিমলাইট’ নামের সিনেমায় এমন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এটি নির্মাণ করেছেন শরাফ আহমেদ জীবন। ওয়েব ফিল্মটির সহ–প্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।

সেনসেশন কনডমস প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’–এ কমেডিকে আশ্রয় করে একজন পুরুষ চরিত্রের মিডলাইফ ক্রাইসিসের মতো সমস্যা দেখানোর চেষ্টা আছে বলে জানান নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, ‘প্রচুর আলো এবং ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না। কিছু দেখতে চাইলে পরিমিত আলো প্রয়োজন। আমাদের জীবনে নানা সমস্যা আছে, সেগুলোর কিছু দেখা যায় কিছু দেখা যায় না। সেই না দেখতে পাওয়া সমস্যাগুলো সহজভাবে দর্শকদের দেখাতে প্রয়োজন ‘ডিমলাইট’। আশা করছি ফিল্মটি দেখলে দর্শকরা ডিমলাইটের গুরুত্ব বুঝতে পারবেন।’

‘ডিমলাইট’ চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের ফিল্ম। ২৫ নভেম্বর প্রকাশিত অফিসিয়াল পোস্টারে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘মিডলাইফ ক্রাইসিস থুক্কু ডিমলাইট ক্রাইসিস’ নির্মাতা জানান, মিডলাইফ ক্রাইসিসটাকেই প্রতীকিরূপে ডিমলাইট ক্রাইসিস হিসেবে বলার চেষ্টা করেছেন তারা। আর এই ক্রাইসিসে ভোগা মানুষটি হলেন স্ট্যান্ড–আপ কমেডিয়ান মোশাররফ করিম। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন।

‘ডিমলাইট’–এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নাহিদ হাসনাত।

স্বাভাবিকভাবে ‘ডিমলাইট’–এ সম্পর্কের গল্প বলা হয়েছে। যেটি প্রধানত এগিয়ে নিয়ে গেছেন মোশাররফ করিম। আর সেই পথে তিনি পেয়েছেন তানজিকা আমিন, পারসা ইভানার মতো অভিনয়শিল্পীদের। গল্পটি শুনে কেমন লেগেছিল তানজিকা আমিনের? উত্তরে বলেন, ‘আমার মনে হয়েছিল এই গল্পটা এ সময়ের এবং এখনই বলা উচিত। এমন ঘটনা আমার যেমন দেখা–জানা, দর্শকদেরও চেনা, জীবনেরই গল্প। তাই কাজটি করতেও আগ্রহী হয়েছি।’

আর পারশা ইভানা বলেন, ‘আমার মনে হয়েছে খুব ফ্রেশ একটা গল্প। যেখানে কনফিউশন, হিউমার, ক্রাইসিস আছে এবং রিলেটেবল। আমরা যে লাইফটা লিড করি সেটারই গল্প বলতে পারেন, সাধারণ ও সহজ।’

গল্পটিকে মোশাররফ করিম দেখছেন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। তার মতে, জীবনে নানা কিছুর আবরণ পড়ে। নিত্য নৈমিত্তিক আবরণ থেকে শুরু করে চিনি, টুথপেস্ট, বাচ্চার স্কুলের বেতনের আবরণ। সেই আবরণে ঢাকা পড়ে সম্পর্ক। সেখানে থাকে না ফুল বা ফুলের ঘ্রাণ। অভিনেতা বলেন, ‘এসব আবরণ ধীরে ধীরে ভালোবাসাকে ঢেকে ফেলে, প্রেমটাকে আর খুঁজে পাওয়া যায় না। আবার কিছুর ধাক্কার প্রয়োজন হয় এবং বোঝা যায় যে প্রাণভোমরাটা কোথায়। জীবনের মোরাল জিনিসটা খুব শান্ত, ঠান্ডা মেজাজি।’

সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

এসি/আপ্র/২৭/১১/২০২৫