ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

প্রথমবার একসঙ্গে সামজ-গগন

  • আপডেট সময় : ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের সঙ্গীত অঙ্গনের দুই তরুণ তুর্কী সামজ এবং গগন সাকিব। দুইজনই একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন। এবার তারা প্রথমবারের মতো একই গানে কাজ করলেন। ‘তোরে ভুলতে পারি না’-শীর্ষক এই গানটিতে কন্ঠ দিয়েছেন সামজ। গানের কথা লিখেছেন গগন সাকিব ও এনএইচ কবি। সুর করেছেন মুন্সি জুয়েল ও গগন সাকিব। গানটির সংগীতায়োজন করেছেন মুন্সি জুয়েল। গগন সাকিবের পরিচালনায় গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ইয়াকুব রুহানি, আরুশি সোহা, তাসিন ও গগন সাকিব নিজে। গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, সামজ ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই একটি কোলাবরেশনের পরিকল্পনা ছিল। এবারে সেটি হয়ে গেল। এই কাজটি অনেক যতœ নিয়ে করা। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন। অন্যদিকে, নতুন গান নিয়ে সামজ বলেন, এই গানটি গগন অনেক পরিকল্পনা করে করেছে। আমার কাছে গানটি ভালোই লেগেছে। এখন শ্রোতারা পছন্দ করলেই পরিশ্রম সার্থক হবে। গানটি আগামী ১ অক্টোবর গগন সাকিব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। পাশাপাশি স্পটিফাই, অ্যামাজন মিউজিক, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে গানটি পাওয়া যাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথমবার একসঙ্গে সামজ-গগন

আপডেট সময় : ০৯:৫৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের সঙ্গীত অঙ্গনের দুই তরুণ তুর্কী সামজ এবং গগন সাকিব। দুইজনই একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন। এবার তারা প্রথমবারের মতো একই গানে কাজ করলেন। ‘তোরে ভুলতে পারি না’-শীর্ষক এই গানটিতে কন্ঠ দিয়েছেন সামজ। গানের কথা লিখেছেন গগন সাকিব ও এনএইচ কবি। সুর করেছেন মুন্সি জুয়েল ও গগন সাকিব। গানটির সংগীতায়োজন করেছেন মুন্সি জুয়েল। গগন সাকিবের পরিচালনায় গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ইয়াকুব রুহানি, আরুশি সোহা, তাসিন ও গগন সাকিব নিজে। গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, সামজ ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই একটি কোলাবরেশনের পরিকল্পনা ছিল। এবারে সেটি হয়ে গেল। এই কাজটি অনেক যতœ নিয়ে করা। আশা করছি শ্রোতারা গানটি পছন্দ করবেন। অন্যদিকে, নতুন গান নিয়ে সামজ বলেন, এই গানটি গগন অনেক পরিকল্পনা করে করেছে। আমার কাছে গানটি ভালোই লেগেছে। এখন শ্রোতারা পছন্দ করলেই পরিশ্রম সার্থক হবে। গানটি আগামী ১ অক্টোবর গগন সাকিব অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। পাশাপাশি স্পটিফাই, অ্যামাজন মিউজিক, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে গানটি পাওয়া যাবে।