ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল নামিবিয়া

  • আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া। স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির নির্বাচনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। ৭২ বছর বয়সি নান্দি নাদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট হিসেবে তার জয়ের মধ্য দিয়ে এসডব্লিউএপিও দলটির ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়ছে। আল জাজিরার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এই খবর জানায়। ১৯৯০ সালে এসডব্লিউএপিওয়ের নেতৃত্বে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর ৩৪ বছর ধরে দলটি ক্ষমতায় আছে। নামিবিয়ার নির্বাচন কমিশনের হিসেব অনুসারে, প্রেসিডেন্ট নির্বাচনে নান্দি ৫৭ শতাংশের মতো ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করার পর নান্দি নাদাইতওয়া বলেছেন, জনগণ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল নামিবিয়া

আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক: নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া। স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির নির্বাচনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। ৭২ বছর বয়সি নান্দি নাদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট হিসেবে তার জয়ের মধ্য দিয়ে এসডব্লিউএপিও দলটির ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়ছে। আল জাজিরার উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এই খবর জানায়। ১৯৯০ সালে এসডব্লিউএপিওয়ের নেতৃত্বে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর ৩৪ বছর ধরে দলটি ক্ষমতায় আছে। নামিবিয়ার নির্বাচন কমিশনের হিসেব অনুসারে, প্রেসিডেন্ট নির্বাচনে নান্দি ৫৭ শতাংশের মতো ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করার পর নান্দি নাদাইতওয়া বলেছেন, জনগণ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছেন।

আজকের প্রত্যাশা/কেএমএএ