প্রত্যাশা ডেস্ক : আজ পবিত্র রমজান মাসের চতুর্বিংশ দিন। ইসলাম ধর্মালম্বীদের জন্য এই মাসে সাওম পালন করা বাধ্যতামূলক। রমজানের ত্রিশ দিনের রয়েছে ত্রিশ ফজিলত। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) রমজান মাসে ত্রিশ দিনে ত্রিশটি দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে। সৃষ্টিকর্তার অপার মহিমায় প্রোজ্জ্বলিত হতে সাওম ও সালাতের পাশাপাশি অনেকেই বিশেষ আমল করতে চায়।
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ফীহি মা ইউরদিকা, ওয়া আউয়ুযুবিকা মিমমা ইউজিকা, ওয়াআস আলুকাত তাওফিক্ব ফিহি লিআন উতিআকা ওয়ালা আঅ স্বইকা, ইয়া জাওয়াদাস সা-ইলিনা।
অর্থ : হে আল্লাহ! আজ তোমার কাছে ঐসব আবেদন করছি, যার মধ্যে তোমার সন্তুষ্টি রয়েছে। যা কিছু তোমার কাছে অপছন্দনীয় তা থেকে তোমার আশ্রয় চাই। তোমারই আনুগত্য করার এবং তোমার নাফরমানী থেকে বিরত থাকার তৌফিক দাও। হে প্রার্থীদের প্রতি দানশীল। ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধির যে সুযোগ বছরের এ মাসটিতে মুমিনের জন্য থাকে, তা সারাবছর আর কখনো পাওয়া যায় না। তাই তো প্রত্যেকের উচিত বেশি বেশি ক্ষমা প্রার্থনার মাধ্যমে নাজাতের পথ প্রশস্ত করা। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের ওসিলায় মাফ করুন। রহমত দান করুন। আমিন।
প্রত্যেকের উচিত বেশি বেশি ক্ষমা প্রার্থনার মাধ্যমে নাজাতের পথ প্রশস্ত করা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ