ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

প্রত্যাবর্তন ম্যাচে হেলসের ফিফটি, জিতেছে ইংল্যান্ডও

  • আপডেট সময় : ১০:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ১৭ বছর পর পাকিস্তানে খেলতে গেছে ইংল্যান্ড। সেই ফেরাটা জয়ে রাঙিয়েছে সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে। অবশ্য এই ফেরার সঙ্গে অ্যালেক্স হেলসের প্রত্যাবর্তনের ঘটনাটিও যুক্ত করতে হবে। ইংলিশদের জার্সি গায়ে ২০১৯ সালের পর খেলতে নেমেছিলেন। মাঠের বাইরের ঘটনায় এতদিন বিবেচিত হননি। সেই ইংলিশ ব্যাটার-ই ১৫৯ রান তাড়ায় বড় ভূমিকা রেখেছেন। ১০.৫ ওভারের মধ্যে ফিল সল্ট (১০), ডেভিড মালান (২০) ও বেন ডাকেট (২১) ফিরলেও শুরু থেকে আগ্রাসন ধরে খেলেছেন হেলস। ৪০ বলে ৭ চারে খেলেছেন ৫৩ রানের দুর্দান্ত একটি ইনিংস। তার সঙ্গে ম্যাচ জয়ে অবদান রাখেন হ্যারি ব্রুকও। তিনি তো ২৫ বলে ৭ চারে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেই মাঠ ছেড়েছেন। হেলস দলীয় ১৪২ রানে ফিরলে ব্রুকের ব্যাটেই ১৯.২ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ দল।পাকিস্তানের হয়ে ৩৬ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন উসমান কাদির। শুরুতে করাচির মাঠে টস হেরে ব্যাট করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের ৪৬ বলে করা ৬৮ রানের বিস্ফোরক ইনিংসে ৭ উইকেটে ১৫৮ রান করতে পারে। ওপেনার বাবর আজম ২৪ বলে ৩১ রান করেছেন। ওপেনিং জুটিতে ৮৫ রানে দারুণ কিছুর বার্তা দিলেও পাকিস্তানের মোমেন্টাম নষ্ট করতে অবদান ছিল আদিল রশিদ ও লুক উডের। বাবরকে ফিরিয়ে দারুণ জুটিটি ভাঙেন রশিদ। তাতে ৭ উইকেটে ১৫৮ রানে থেমেছে স্বাগতিক দল। লুক উড ২৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। ২৭ রানে দুটি নেন আদিল রশিদ। ২৩ রানে একটি নেন মঈন আলী, ৩০ রানে স্যাম কারানও একটি উইকেট নিয়েছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

প্রত্যাবর্তন ম্যাচে হেলসের ফিফটি, জিতেছে ইংল্যান্ডও

আপডেট সময় : ১০:৫৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ১৭ বছর পর পাকিস্তানে খেলতে গেছে ইংল্যান্ড। সেই ফেরাটা জয়ে রাঙিয়েছে সফরকারীরা। প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে। অবশ্য এই ফেরার সঙ্গে অ্যালেক্স হেলসের প্রত্যাবর্তনের ঘটনাটিও যুক্ত করতে হবে। ইংলিশদের জার্সি গায়ে ২০১৯ সালের পর খেলতে নেমেছিলেন। মাঠের বাইরের ঘটনায় এতদিন বিবেচিত হননি। সেই ইংলিশ ব্যাটার-ই ১৫৯ রান তাড়ায় বড় ভূমিকা রেখেছেন। ১০.৫ ওভারের মধ্যে ফিল সল্ট (১০), ডেভিড মালান (২০) ও বেন ডাকেট (২১) ফিরলেও শুরু থেকে আগ্রাসন ধরে খেলেছেন হেলস। ৪০ বলে ৭ চারে খেলেছেন ৫৩ রানের দুর্দান্ত একটি ইনিংস। তার সঙ্গে ম্যাচ জয়ে অবদান রাখেন হ্যারি ব্রুকও। তিনি তো ২৫ বলে ৭ চারে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেই মাঠ ছেড়েছেন। হেলস দলীয় ১৪২ রানে ফিরলে ব্রুকের ব্যাটেই ১৯.২ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ দল।পাকিস্তানের হয়ে ৩৬ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন উসমান কাদির। শুরুতে করাচির মাঠে টস হেরে ব্যাট করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের ৪৬ বলে করা ৬৮ রানের বিস্ফোরক ইনিংসে ৭ উইকেটে ১৫৮ রান করতে পারে। ওপেনার বাবর আজম ২৪ বলে ৩১ রান করেছেন। ওপেনিং জুটিতে ৮৫ রানে দারুণ কিছুর বার্তা দিলেও পাকিস্তানের মোমেন্টাম নষ্ট করতে অবদান ছিল আদিল রশিদ ও লুক উডের। বাবরকে ফিরিয়ে দারুণ জুটিটি ভাঙেন রশিদ। তাতে ৭ উইকেটে ১৫৮ রানে থেমেছে স্বাগতিক দল। লুক উড ২৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও তিনি। ২৭ রানে দুটি নেন আদিল রশিদ। ২৩ রানে একটি নেন মঈন আলী, ৩০ রানে স্যাম কারানও একটি উইকেট নিয়েছেন।