ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

  • আপডেট সময় : ০১:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর তেলের দাম বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার গত সাত বছরের মধ্যে প্রথমবার প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
কয়েকদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চুক্তি বাতিল করে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী-অধ্যুষিত এলাকায় সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার পর তেলের দাম ৯৮ ডলার হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার ব্রেন্ট অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলে দাম বেড়েছে ৮.২৪ বা ৮.৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে গ্রিনিচ মান সময় ১০৪৫ মিনিটে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১০৫.০৮ ডলার।
রাশিয়ার স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টার সময় পুতিন পূর্ব ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানায়। একই সঙ্গে রাশিয়ার স্থল ও বিমানবাহিনী কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করে।
এই সংঘাতের খবরে বিভিন্ন শেয়ার বাজারে দরপতন হয়েছে। ইউরোপের সব বড় বড় স্টক মার্কেটে দিনের শুরুতেই দাম আড়াই থেকে চার শতাংশ পড়ে যায়।
অন্যদিকে মার্কিন ডলার, সুইস ফ্রাঁ ও স্বর্ণের দাম বেড়ে গেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের

প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আপডেট সময় : ০১:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর তেলের দাম বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার গত সাত বছরের মধ্যে প্রথমবার প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
কয়েকদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চুক্তি বাতিল করে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী-অধ্যুষিত এলাকায় সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার পর তেলের দাম ৯৮ ডলার হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার ব্রেন্ট অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলে দাম বেড়েছে ৮.২৪ বা ৮.৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে গ্রিনিচ মান সময় ১০৪৫ মিনিটে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১০৫.০৮ ডলার।
রাশিয়ার স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টার সময় পুতিন পূর্ব ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানায়। একই সঙ্গে রাশিয়ার স্থল ও বিমানবাহিনী কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করে।
এই সংঘাতের খবরে বিভিন্ন শেয়ার বাজারে দরপতন হয়েছে। ইউরোপের সব বড় বড় স্টক মার্কেটে দিনের শুরুতেই দাম আড়াই থেকে চার শতাংশ পড়ে যায়।
অন্যদিকে মার্কিন ডলার, সুইস ফ্রাঁ ও স্বর্ণের দাম বেড়ে গেছে।