ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

প্রতি ছক্কা-উইকেটে গাজার শিশুদের জন্য ১ লাখ রুপি দেবে মুলতান

  • আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গাজায় ইসরায়েলের গণহত্যা চলছেই। সাধারণ মানুষের পাশাপাশি তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে শিশুদের ওপরও। তাদের বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বের বিবেকবান মানুষেরা। ক্রীড়াঙ্গনেও অনেকে সমর্থন দিচ্ছেন ফিলিস্তিনি জনগণকে। বাদ যায়নি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স। গত শুক্রবার শুরু হয়েছে পিএসলের দশম আসর।

এই আসরটিতে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজায় শিশুদের সহায়তায় কাজ করা দাতব্য সংস্থাগুলোর তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি করে যোগ হবে। এ ব্যাপারে মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘আমাদের খেলোয়াড়দের প্রতিটি ছক্কা, চার বা উইকেটের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের সহায়তায় কিছু করব।’ এছাড়া ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতানের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’ ফিলিস্তিনের সহায়তা করার ঘোষণা দেওয়ার পর এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে মুলতান। ম্যাচটিতে ব্যাট হাতে ভালো করেছেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে তারা। দুইশ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি। যদিও ম্যাচটি জিততে পারেনি তারা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রতি ছক্কা-উইকেটে গাজার শিশুদের জন্য ১ লাখ রুপি দেবে মুলতান

আপডেট সময় : ০৬:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: গাজায় ইসরায়েলের গণহত্যা চলছেই। সাধারণ মানুষের পাশাপাশি তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে শিশুদের ওপরও। তাদের বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বের বিবেকবান মানুষেরা। ক্রীড়াঙ্গনেও অনেকে সমর্থন দিচ্ছেন ফিলিস্তিনি জনগণকে। বাদ যায়নি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতান্স। গত শুক্রবার শুরু হয়েছে পিএসলের দশম আসর।

এই আসরটিতে মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য গাজায় শিশুদের সহায়তায় কাজ করা দাতব্য সংস্থাগুলোর তহবিলে এক লাখ পাকিস্তানি রুপি করে যোগ হবে। এ ব্যাপারে মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘আমাদের খেলোয়াড়দের প্রতিটি ছক্কা, চার বা উইকেটের জন্য আমরা ফিলিস্তিন ও গাজার শিশুদের সহায়তায় কিছু করব।’ এছাড়া ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতানের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। বোলাররাও এ উদ্যোগে শামিল হতে চেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থটা যাবে বিশেষ করে শিশুদের জন্য।’ ফিলিস্তিনের সহায়তা করার ঘোষণা দেওয়ার পর এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে মুলতান। ম্যাচটিতে ব্যাট হাতে ভালো করেছেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে তারা। দুইশ ছাড়ানো এই ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি। যদিও ম্যাচটি জিততে পারেনি তারা।