ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

প্রতিরক্ষা ব্যয় নিয়ে বসবে ন্যাটোর সদস্য দেশগুলো

  • আপডেট সময় : ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : প্রতিরক্ষা ব্যয় নিয়ে আলোচনায় বসবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো। জার্মান বার্তা সংস্থা ডিপিএ-র সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
তিনি জানিয়েছেন, আগামী মাসেই মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করবে ন্যাটোর সদস্য দেশগুলো। ইতোমধ্যেই কোনও কোনও দেশের তরফে এই খাতে দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে ধরার আহ্বান জানানো হয়েছে। জেন্স স্টোলটেনবার্গ বলেন, কিছু মিত্র বর্তমান দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে বিবেচনার পক্ষে। সুনির্দিষ্টভাবে কোন কোন দেশের তরফে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি উঠেছে সেটি অবশ্য জানাননি তিনি। এর আগে সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার জন্য পশ্চিমা দেশগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ন্যাটো মহাসচিব। তিনি বলেন, একটি সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের টিকে থাকার জন্য সামরিক সহযোগিতা প্রয়োজন এবং যুদ্ধ অবসানে রাশিয়াকে আলোচনায় বসতে এবং সমঝোতায় বাধ্য করতে হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা ব্যয় নিয়ে বসবে ন্যাটোর সদস্য দেশগুলো

আপডেট সময় : ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

প্রত্যাশা ডেস্ক : প্রতিরক্ষা ব্যয় নিয়ে আলোচনায় বসবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো। জার্মান বার্তা সংস্থা ডিপিএ-র সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
তিনি জানিয়েছেন, আগামী মাসেই মন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করবে ন্যাটোর সদস্য দেশগুলো। ইতোমধ্যেই কোনও কোনও দেশের তরফে এই খাতে দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে ধরার আহ্বান জানানো হয়েছে। জেন্স স্টোলটেনবার্গ বলেন, কিছু মিত্র বর্তমান দুই শতাংশ লক্ষ্যমাত্রাকে ন্যূনতম হিসেবে বিবেচনার পক্ষে। সুনির্দিষ্টভাবে কোন কোন দেশের তরফে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি উঠেছে সেটি অবশ্য জানাননি তিনি। এর আগে সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার জন্য পশ্চিমা দেশগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ন্যাটো মহাসচিব। তিনি বলেন, একটি সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের টিকে থাকার জন্য সামরিক সহযোগিতা প্রয়োজন এবং যুদ্ধ অবসানে রাশিয়াকে আলোচনায় বসতে এবং সমঝোতায় বাধ্য করতে হবে।