প্রত্যাশা ডেস্ক : চীনকে মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেছে তাইওয়ান। প্রস্তাবিত বাজেটে স্ব-শাসিত দ্বীপের বাৎসরিক সামরিক ব্যয় ১৩.৯ শতাংশ বৃদ্ধি করা হবে। গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ১৩.৯ শতাংশ ব্যয় বৃদ্ধির মধ্যে থাকছে নতুন অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয় করা। আগামী বছরের জন্য এই প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটের আকার দাঁড়াবে ১৯.৪১ মার্কিন ডলারে। গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেন, কোনও চাপ অথবা হুমকির কারণে স্ব-শাসিত দ্বীপটি তার সার্বভৌমত্ব রক্ষার সংকল্প থেকে সরবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে তাইওয়ান কিছু উসকে দেবে না এমনকি সংঘাতেও জড়াবে না। চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে চলতি মাসে তাইওয়ানে সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তাতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে তাইওয়ানের আশপাশে নজিরবিহীন সামরিক মহড়ার আয়োজন করে চীনা সামরিক বাহিনী। এতে তাইপের সঙ্গে বেইজিং সামরিক উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। এই পরিস্থিতিতে নিজেদের সামরিক খাতে বার্ষিক ব্যয় বৃদ্ধি পরিকল্পনার ঘোষণা দিল তাইওয়ান। তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে বিবেচনা করে থাকে চীন সরকার।