ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের চুক্তি

  • আপডেট সময় : ০১:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পক্ষ থেকে যেকোনো সংঘাত মোকাবেলায় তাইওয়ানের প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে দেশটির সঙ্গে সামরিক সরঞ্জাম ও পরিষেবায় ১০ কোটি ডলারের চুক্তির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদমাধ্যম পেন্টাগনের বরাত দিয়ে জানায়, এই অর্থ তাইওয়ানের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের স্থিতিশীলতা, রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়নে ব্যয় হবে।
এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সব রকমের চেষ্টা অব্যাহত রাখবে। ভবিষ্যতে যেকোনো নিরাপত্তা ইস্যুতে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করা হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানায়, তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর তারা কংগ্রেসকে অবহিত করে প্রয়োজনীয় সনদ প্রদান করে। দেশটিতে অবস্থিত তাইওয়ানের ‘ডি-ফ্যাক্টো’ দূতাবাসের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরো বলা হয়, প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকায়ন, তাইওয়ানের নিরাপত্তা জোরদার, রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য, অর্থনৈতিক ও সামগ্রিক অগ্রগতি বজায় রাখতে সহায়ক হবে।
তাইওয়ানের সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে প্রধান ঠিকাদার দুই মার্কিন কোম্পানি-রেথিয়ন টেকনোলজিস ও লকহিড মার্টিন। চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শীতকালীন অলিম্পিকে যোগ দিতে চীনে যায়। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পরে পুতিন তাইওয়ানকে চীনের ‘অবিচ্ছেদ্য’ অংশ বলে মন্তব্য করেন। আর তাইওয়ান ইস্যুতে চীনকে সমর্থনেরও প্রতিশ্রুতি দেন। পুতিনের এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের চুক্তি

আপডেট সময় : ০১:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পক্ষ থেকে যেকোনো সংঘাত মোকাবেলায় তাইওয়ানের প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে দেশটির সঙ্গে সামরিক সরঞ্জাম ও পরিষেবায় ১০ কোটি ডলারের চুক্তির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদমাধ্যম পেন্টাগনের বরাত দিয়ে জানায়, এই অর্থ তাইওয়ানের প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের স্থিতিশীলতা, রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়নে ব্যয় হবে।
এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সব রকমের চেষ্টা অব্যাহত রাখবে। ভবিষ্যতে যেকোনো নিরাপত্তা ইস্যুতে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করা হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানায়, তাইওয়ানে সামরিক সরঞ্জাম বিক্রির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর তারা কংগ্রেসকে অবহিত করে প্রয়োজনীয় সনদ প্রদান করে। দেশটিতে অবস্থিত তাইওয়ানের ‘ডি-ফ্যাক্টো’ দূতাবাসের অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে আরো বলা হয়, প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকায়ন, তাইওয়ানের নিরাপত্তা জোরদার, রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য, অর্থনৈতিক ও সামগ্রিক অগ্রগতি বজায় রাখতে সহায়ক হবে।
তাইওয়ানের সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে প্রধান ঠিকাদার দুই মার্কিন কোম্পানি-রেথিয়ন টেকনোলজিস ও লকহিড মার্টিন। চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শীতকালীন অলিম্পিকে যোগ দিতে চীনে যায়। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পরে পুতিন তাইওয়ানকে চীনের ‘অবিচ্ছেদ্য’ অংশ বলে মন্তব্য করেন। আর তাইওয়ান ইস্যুতে চীনকে সমর্থনেরও প্রতিশ্রুতি দেন। পুতিনের এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।