ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ ৩ শিশু

  • আপডেট সময় : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: গাজীপুর ও নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে ৩ শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রীজের পশ্চিম পাশে তুরাগ নদীতে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছেন। এছাড়া, নওগাঁ মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর ঢালাই ব্রিজ পয়েন্টে প্রতিমা বিসর্জনে গিয়ে আরও এক শিশু নিখোঁজ হয়েছে।

গাজীপুরে নিখোঁজ শিশুরা হলো- হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা এবং একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা বিশ্বাস ও তন্ময় পাল পরিবারের সঙ্গে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়ে। নৌকাটি বিকেল সাড়ে পাঁচটায় তুরাগ নদীর চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই ডুবে যায় ছোট ডিঙ্গি নৌকাটি। এ সময় ওই নৌকায় থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন সাঁতারে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু। নৌকা ডুবির পরপর স্থানীয়রা শিশু দুই জন উদ্ধার করতে তুরাগ নদী নামে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে, নওগাঁ মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে এক শিশুর নিখোঁজের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাদেবপুরের বিভিন্ন মন্দির থেকে প্রতিমা বিসর্জনে আসে ৫০টির বেশি নৌকা। সন্ধ্যার কিছু আগে প্রতিমাবাহী একটি নৌকা থেকে এক শিশু নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিশু থেকে উদ্ধারে কাজ করছে। তবে মহাদেবপুর ফায়ার স্টেশনে কোন ডুবুরি দল না থাকায় খবর দেয়া হয়েছে রাজশাহী স্টেশনে। সেখান থেকে আসছে উদ্ধারকারী দল।

ওআ/আপ্র/০২/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ ৩ শিশু

আপডেট সময় : ০৮:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: গাজীপুর ও নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে ৩ শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রীজের পশ্চিম পাশে তুরাগ নদীতে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছেন। এছাড়া, নওগাঁ মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর ঢালাই ব্রিজ পয়েন্টে প্রতিমা বিসর্জনে গিয়ে আরও এক শিশু নিখোঁজ হয়েছে।

গাজীপুরে নিখোঁজ শিশুরা হলো- হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা এবং একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা বিশ্বাস ও তন্ময় পাল পরিবারের সঙ্গে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়ে। নৌকাটি বিকেল সাড়ে পাঁচটায় তুরাগ নদীর চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই ডুবে যায় ছোট ডিঙ্গি নৌকাটি। এ সময় ওই নৌকায় থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন সাঁতারে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু। নৌকা ডুবির পরপর স্থানীয়রা শিশু দুই জন উদ্ধার করতে তুরাগ নদী নামে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে, নওগাঁ মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে এক শিশুর নিখোঁজের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাদেবপুরের বিভিন্ন মন্দির থেকে প্রতিমা বিসর্জনে আসে ৫০টির বেশি নৌকা। সন্ধ্যার কিছু আগে প্রতিমাবাহী একটি নৌকা থেকে এক শিশু নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিশু থেকে উদ্ধারে কাজ করছে। তবে মহাদেবপুর ফায়ার স্টেশনে কোন ডুবুরি দল না থাকায় খবর দেয়া হয়েছে রাজশাহী স্টেশনে। সেখান থেকে আসছে উদ্ধারকারী দল।

ওআ/আপ্র/০২/১০/২০২৫