ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

প্রতিবিপ্লবের পাঁয়তারার শিকড় শুরুতেই উৎপাটনের আহ্বান

  • আপডেট সময় : ০২:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট দেশকে অস্থিতিশীল করার যে হীন পাঁয়তারা, প্রোপাগান্ডা চলছে তা কঠোর হস্তে দমন করার জন্য অন্তর্র্বতীকালীন সরকার সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে উদাত্ত আহ্বান জানিয়েছেন ১২ জোটের শীর্ষ নেতারা।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জোটের নেতারা বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে পতিত স্বৈরাচার দেশকে আবারও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে সচেতন ও সজাগ থাকতে হবে। তারা বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার কোনো গতানুগতিক সরকার নয়। ছাত্র জনতার রক্ত ঝরা বিপ্লবের মাধ্যমে সমগ্র জাতির অংশগ্রহণে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই রক্তাক্ত গণঅভ্যুত্থানের ফসল এই সরকার। আমাদের উদাত্ত আহ্বান প্রতি বিপ্লবের শিকড় শুরুতেই উৎপাটন করতে হবে। এই মুহূর্তে দেশ রক্ষায় ন্যূনতম নমনীয়তা দেখানো যাবে না। গণহত্যার বহু মদদদাতা ও গণহত্যায় সরাসরি অংশ নেওয়া অনেকেই বহাল তবিয়তে অবস্থান নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ১২ দলীয় জোটের বলেন, স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেব জয়ের বক্তব্য ও ভিডিও ক্লিপ প্রচার অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার নির্দেশদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অবিলম্বে বিশেষ ট্রাইবুনালে মামলা করতে হবে। নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদেরকে দেশ রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোটপ্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা র সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রতিবিপ্লবের পাঁয়তারার শিকড় শুরুতেই উৎপাটনের আহ্বান

আপডেট সময় : ০২:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট দেশকে অস্থিতিশীল করার যে হীন পাঁয়তারা, প্রোপাগান্ডা চলছে তা কঠোর হস্তে দমন করার জন্য অন্তর্র্বতীকালীন সরকার সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে উদাত্ত আহ্বান জানিয়েছেন ১২ জোটের শীর্ষ নেতারা।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জোটের নেতারা বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে পতিত স্বৈরাচার দেশকে আবারও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সব দেশপ্রেমিক শক্তিকে সচেতন ও সজাগ থাকতে হবে। তারা বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার কোনো গতানুগতিক সরকার নয়। ছাত্র জনতার রক্ত ঝরা বিপ্লবের মাধ্যমে সমগ্র জাতির অংশগ্রহণে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই রক্তাক্ত গণঅভ্যুত্থানের ফসল এই সরকার। আমাদের উদাত্ত আহ্বান প্রতি বিপ্লবের শিকড় শুরুতেই উৎপাটন করতে হবে। এই মুহূর্তে দেশ রক্ষায় ন্যূনতম নমনীয়তা দেখানো যাবে না। গণহত্যার বহু মদদদাতা ও গণহত্যায় সরাসরি অংশ নেওয়া অনেকেই বহাল তবিয়তে অবস্থান নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ১২ দলীয় জোটের বলেন, স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেব জয়ের বক্তব্য ও ভিডিও ক্লিপ প্রচার অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার নির্দেশদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে অবিলম্বে বিশেষ ট্রাইবুনালে মামলা করতে হবে। নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদেরকে দেশ রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোটপ্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা র সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।