মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় ঝলক (২২) নামের এক কলেজ ছাত্রকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ঝলক সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লিটন মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার মিরকাদিমের লঞ্চ ঘাট এলাকায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহতের বাবা লিটন মিয়া বলেন, মিরকাদিম লঞ্চ ঘাট এলাকায় অবৈধভাবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলছে পৌরসভার নৈদিঘির পাথর এলাকার শরিয়ত উল্লাহ মুন্সীর ছেলে মাসুদ ও তার ভাতিজা মমিন। ঝলক এতে বাধা দিচ্ছিল। এরই জেরে বুধবার দুপুরে তারা আমার ছেলেকে ডেকে নিয়ে লঞ্চ ঘাট এলাকায় ছুরিকাঘাত করে ফেলে পালিয়ে যায়।’