নিজস্ব প্রতিবেদক : ২০২০ সালে অনলাইনে আবেদন করা প্রতিবন্ধী শিশুদের স্কুলগুলোকে চলতি মাসেই এমপিওভুক্ত করার ব্যবস্থা নেওয়াসহ ছয় দফা দাবি জানিয়েছেন এসব স্কুলের শিক্ষকেরা। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ও অভিভাবক ফোরাম আয়োজিত মানববন্ধনে এসব দাবি তোলা হয়।
ফোরামের দাবিগুলো হলো, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে; প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিবন্ধী উন্নয়ন অধিদফতর অবিলম্বে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে; প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ বিদ্যালয়ের মতো শিক্ষা উপবৃত্তি দিতে হবে ও প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকা পর্যন্ত বাড়াতে হবে; অটিজম ও প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য সেবাসহ শিক্ষা কারিকুলাম নিশ্চিত করাসহ অভিভাবকহীন প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন করার আশ্বাস দিতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এস এম ফেরদৌসসহ শিক্ষক ও অভিভাবকরা।
(সিঙ্গেল)