ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

প্রতিপক্ষ বাধা দেবে, সেটাকে কাউন্টার দেবো: মাহিয়া মাহি

  • আপডেট সময় : ১২:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • ১১২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘কিছু তো বাধা থাকবেই। বাধা না থাকলে তো আর রাজনীতি হবে না। প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটাকে কাউন্টার দেবো। আমাকে কোনও হুমকি দেওয়া হয়নি। প্রচারণায় একটু-আধটু বাধা আসবেই, এটা নরমাল। এটাকে আমরা কাউন্টার দেওয়ার চেষ্টা করছি।’ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যখন যেভাবে প্রশাসনকে ইনফর্ম করেছি। একদম কারেন্টের থেকেও ফাস্টার গতিতে (বিদ্যুৎ গতি) তারা সেখানে পৌঁছেছে। এতে থেকে আমি শতভাগ নিশ্চিত যে, এই নির্বাচন সুষ্ঠু হতে যাচ্ছে। এতে আমি খুব হ্যাপি।’ মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন। প্রসঙ্গত, এই সভায় রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীরা উপস্থিতি ছিলেন। মতবিনিময়ে প্রার্থীদের কথা শোনেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি নির্বাচনের ভোটগ্রহণের বিষয়ে কথা বলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রতিপক্ষ বাধা দেবে, সেটাকে কাউন্টার দেবো: মাহিয়া মাহি

আপডেট সময় : ১২:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্রপ্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, ‘কিছু তো বাধা থাকবেই। বাধা না থাকলে তো আর রাজনীতি হবে না। প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটাকে কাউন্টার দেবো। আমাকে কোনও হুমকি দেওয়া হয়নি। প্রচারণায় একটু-আধটু বাধা আসবেই, এটা নরমাল। এটাকে আমরা কাউন্টার দেওয়ার চেষ্টা করছি।’ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যখন যেভাবে প্রশাসনকে ইনফর্ম করেছি। একদম কারেন্টের থেকেও ফাস্টার গতিতে (বিদ্যুৎ গতি) তারা সেখানে পৌঁছেছে। এতে থেকে আমি শতভাগ নিশ্চিত যে, এই নির্বাচন সুষ্ঠু হতে যাচ্ছে। এতে আমি খুব হ্যাপি।’ মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন। প্রসঙ্গত, এই সভায় রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীরা উপস্থিতি ছিলেন। মতবিনিময়ে প্রার্থীদের কথা শোনেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি নির্বাচনের ভোটগ্রহণের বিষয়ে কথা বলেন।