ক্রীড়া ডেস্ক: প্রথমে এগিয়ে গিয়ে ব্যবধান ধরে রাখতে পারল না লিভারপুল। উল্টো পরপর দুইবার জালে বল পাঠাল অ্যাস্টন ভিলা। আর্না স্লটের দল পরে আবার ঘুরে দাঁড়ালেও ব্যবধান গড়ে দিতে পারল না। অ্যাস্টন ভিলার মাঠে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। মোহামেদ সালাহ লিভারপুলকে এগিয়ে দেওয়ার পর, ইউরি টিয়েলেমান্স ও ওলি ওয়াটকিন্সের নৈপুণ্যে পাল্টা এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের গোলে একটি পয়েন্ট পায় লিভারপুল।
লিগে এই নিয়ে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয়শূন্য রইল তারা। এভারটনের মাঠে ২-২ ড্রয়ের পর উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল স্লটের দল। ২৬ ম্যাচে ১৮ জয় ও ৭ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তারা ৮ পয়েন্ট এগিয়ে। মিকেল আর্তেতার দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ম্যাচের শুরু থেকে আক্রমণে টানা চাপ ধরে রেখে প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য সাতটি শট নেয় লিভারপুল। লক্ষ্যভ্রষ্ট প্রথম ছয়টি প্রচেষ্টার পর, সপ্তমবারে লক্ষ্যে রেখেই সাফল্য পায় তারা। ২৯তম মিনিটে দিয়োগো জটার পাস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন সালাহ। নভেম্বরে লিগে প্রথম দেখায় ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও একটি গোল করেছিলেন তিনি। এবারের লিগে মিশরের স্ট্রাইকারের গোল হলো ২৪টি। তার চেয়ে পাঁচটি কম নিয়ে গোলদাতার তালিকায় দুইয়ে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। লিভারপুলের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য ৯ মিনিটে শেষ হয়ে যায়।
৩৭তম মিনিটে সতীর্থ মিঙ্গসের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরের মিনিটেই, বাঁ পায়ের শটে সমতা টানেন বেলজিয়ান মিডফিল্ডার টিয়েলেমান্স। বিরতির ঠিক আগে এগিয়েও যায় ভিলা। লুকাস দিনিয়ের ক্রস বক্সে পেয়ে হেডে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিন্স। ৬১তম মিনিটে কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় সমতার স্বস্তি ফেরে লিভারপুল শিবিরে। সালাহর পাস ধরে জোরাল শট নেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, বল একজনের বুটে লেগে একটু ওপরে উঠে আগেই ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দেয়। বাকি সময়ে ভালো কয়েকটি আক্রমণ করলেও ব্যবধান গড়ে দেওয়ার মতো বিশেষ কিছু করতে পারেনি সফরকারীরা। ২৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ভিলা।