ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের অপেক্ষায় ছোটন

  • আপডেট সময় : ০১:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ঢাকার কমলাপুর স্টেডিয়ামে আজ সোমবার থেকে শুরু হচ্ছে সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। আসরে প্রথমবারের মতো খেলবে সাফের বাইরে ইউরোপের দেশ রাশিয়া। গতকাল রোববার (১৯ মার্চ) সাফকে ঘিরে পাঁচ দলের অধিনায়ক ও কোচ নিজেদের লক্ষ্যের কথা বলেন। বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘এই আসরকে সামনে রেখে জানুয়ারির ১ তারিখ থেকে আমরা প্রশিক্ষণ শুরু করি। যেহেতু আমাদের ম্যাচ খেলার সুযোগ কম থাকে। এ জন্য আমরা সিনিয়র ও জুনিয়র মেয়েদের একসঙ্গে ট্রেনিং করাই। নিজেদের মধ্যে বেশকিছু ম্যাচ খেলার চেষ্টা করি। ’ তিনি আরো বলেন, ‘আমরা সিনিয়র সাফ, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৫ সাফ খেলে এসেছি। সেখানে আমাদের ২৩ জনের দল ছিল। তবে এই সাফে আমাদের ২০ জনের টিম থাকাতে পাঁচ খেলোয়াড় পরির্বতন হয়। দুই জন খেলোয়াড় এই দলে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের মধ্যে একজন খেলোয়াড়কে আমরা এবারের ঘরোয়া নারী ফুটবল লিগ থেকে নিয়েছি। আর একজন নাদিয়া আক্তার জুঁথি, সে আমাদের দলেই ছিল। ’
সাফের সব দলের শক্তি কাছাকাছি বলে মনে করেন বাংলাদেশের এই কোচ। ছোটন বলেন, ‘সাফে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সব সময় খেলে থাকে। সবার শক্তি খুবই কাছাকাছি। আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসর হবে। ’ প্রথমবারের মতো এবারের আসরে খেলবে ইউরোপের দেশ রাশিয়া। রাশিয়ার অন্তর্ভুক্তি দলের জন্য একটা অন্যরকম বিষয় বলেন মনে করেন বাংলাদেশের এই কোচ। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে ম্যাচ খেলার জন্য আমাদের মেয়েরা মুখিয়ে আছে। এ ম্যাচ থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। অভিজ্ঞতা অর্জন করতে পারবে। পরিষ্কার ধারণা হবে তাদের। যেহেতু আমরা বেশিভাগ ম্যাচ খেলি দক্ষিণ এশিয়ার দেশের বিপক্ষে। ইউরোপের একটা দল থাকায় আমাদের মেয়েদের জন্য এটি ভালো অভিজ্ঞতা হবে। ’ পাঁচটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। টুর্নামেন্টে অংশ নেয়া পাঁচ দলের মধ্যে র‌্যাংকিংয়ের বিচারে বাংলাদেশ চতুর্থ অবস্থানে। র‌্যাংকিংয়ের দিক থেকে সবচেয়ে উপরে রয়েছে রাশিয়া (২৬)। এরপর যথাক্রমে রয়েছে ভারত (৬১), নেপাল (১০৩), বাংলাদেশ (১৪০) ও ভুটান (১৭৭)। ইউরোপের দলটিই এবারের আসরে সবচাইতে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের জন্য।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের অপেক্ষায় ছোটন

আপডেট সময় : ০১:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

ক্রীড়া প্রতিবেদক : ঢাকার কমলাপুর স্টেডিয়ামে আজ সোমবার থেকে শুরু হচ্ছে সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। আসরে প্রথমবারের মতো খেলবে সাফের বাইরে ইউরোপের দেশ রাশিয়া। গতকাল রোববার (১৯ মার্চ) সাফকে ঘিরে পাঁচ দলের অধিনায়ক ও কোচ নিজেদের লক্ষ্যের কথা বলেন। বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘এই আসরকে সামনে রেখে জানুয়ারির ১ তারিখ থেকে আমরা প্রশিক্ষণ শুরু করি। যেহেতু আমাদের ম্যাচ খেলার সুযোগ কম থাকে। এ জন্য আমরা সিনিয়র ও জুনিয়র মেয়েদের একসঙ্গে ট্রেনিং করাই। নিজেদের মধ্যে বেশকিছু ম্যাচ খেলার চেষ্টা করি। ’ তিনি আরো বলেন, ‘আমরা সিনিয়র সাফ, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৫ সাফ খেলে এসেছি। সেখানে আমাদের ২৩ জনের দল ছিল। তবে এই সাফে আমাদের ২০ জনের টিম থাকাতে পাঁচ খেলোয়াড় পরির্বতন হয়। দুই জন খেলোয়াড় এই দলে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের মধ্যে একজন খেলোয়াড়কে আমরা এবারের ঘরোয়া নারী ফুটবল লিগ থেকে নিয়েছি। আর একজন নাদিয়া আক্তার জুঁথি, সে আমাদের দলেই ছিল। ’
সাফের সব দলের শক্তি কাছাকাছি বলে মনে করেন বাংলাদেশের এই কোচ। ছোটন বলেন, ‘সাফে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সব সময় খেলে থাকে। সবার শক্তি খুবই কাছাকাছি। আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসর হবে। ’ প্রথমবারের মতো এবারের আসরে খেলবে ইউরোপের দেশ রাশিয়া। রাশিয়ার অন্তর্ভুক্তি দলের জন্য একটা অন্যরকম বিষয় বলেন মনে করেন বাংলাদেশের এই কোচ। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে ম্যাচ খেলার জন্য আমাদের মেয়েরা মুখিয়ে আছে। এ ম্যাচ থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। অভিজ্ঞতা অর্জন করতে পারবে। পরিষ্কার ধারণা হবে তাদের। যেহেতু আমরা বেশিভাগ ম্যাচ খেলি দক্ষিণ এশিয়ার দেশের বিপক্ষে। ইউরোপের একটা দল থাকায় আমাদের মেয়েদের জন্য এটি ভালো অভিজ্ঞতা হবে। ’ পাঁচটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। টুর্নামেন্টে অংশ নেয়া পাঁচ দলের মধ্যে র‌্যাংকিংয়ের বিচারে বাংলাদেশ চতুর্থ অবস্থানে। র‌্যাংকিংয়ের দিক থেকে সবচেয়ে উপরে রয়েছে রাশিয়া (২৬)। এরপর যথাক্রমে রয়েছে ভারত (৬১), নেপাল (১০৩), বাংলাদেশ (১৪০) ও ভুটান (১৭৭)। ইউরোপের দলটিই এবারের আসরে সবচাইতে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের জন্য।