আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার আফগান ইরানে প্রবেশ করছে। আসন্ন শীতে আরও বিপুল সংখ্যক মানুষের মধ্যে এই প্রবণতা দেখা যাবে। গতকাল বুধবার এমন মন্তব্য করেছে নরওয়েজিয়ান রিফুজি কাউন্সিল (এনআরসি)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
এনআরসি বলছে, তালেবান কাবুল দখলের পর থেকে প্রায় তিন লাখ মানুষ সীমান্ত অতিক্রম করেছে।
শরণার্থী সংকট সামাল দিতে ইরানের প্রতি সাহায্যের হাত বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এনআরসি মহাসচিব জ্যান এগল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সামান্য সহায়তায় ইরান এতো বেশি আফগানকে আতিথ্য দেবে বলে আশা করা যায় না। মারাত্মক শীতের ঠা-ার আগে আফগানিস্তানের অভ্যন্তরে এবং ইরানের মতো প্রতিবেশী দেশগুলোতে অবিলম্বে সাহায্যের পরিমাণ বাড়াতে হবে।’
‘প্রতিদিন চার থেকে পাঁচ হাজার আফগান ইরানে প্রবেশ করছে’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ