ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

প্রতিদিন গোসল না করায় স্ত্রীকে তালাক!

  • আপডেট সময় : ১২:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : দুই বছর আগে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। এরপর ভালোই চলছিল দাম্পত্য জীবন। তাদের সংসারে এক বছর বয়সী সন্তানও রয়েছে। সবকিছু ঠিকঠাক চললেও স্বামীর অভিযোগ, স্ত্রী প্রতিদিন গোসল করেন না। এটা নিয়ে তাদের ঝগড়াও হয়েছে। তবুও কাজ না হওয়ায় স্ত্রীকে তালাক দেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটেছে এমন ঘটনা। ওই নারী কাওয়াসি গ্রামের এবং তার স্বামী চন্দৌস গ্রামের বাসিন্দা। তবে মুসলিম এই দম্পতির পরিচয় প্রকাশ করা হয়নি।
স্বামী তালাক দেওয়ার পর ‘নারী সুরক্ষা সেল’র কাছে আবেদন জানান ওই নারী। তিনি আবার স্বামীর কাছে ফিরতে চান। তবে নারী সুরক্ষা সেলের পক্ষ থেকে অনেক চেষ্টা করেও সেই সম্পর্ক আর ঠিক করা যাচ্ছে না। স্বামী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, স্ত্রীর সঙ্গে আর ঘর করা সম্ভব নয় তার।
নারী সুরক্ষা সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বামীর সঙ্গে ঘর করতে চেয়েছিলেন ওই নারী। কিন্তু ওই ব্যক্তিকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। স্ত্রী গোসল করতেন না বলে প্রতিনিয়তই তাদের মধ্যে ঝগড়া হতো। যদিও এটা খুবই ছোট বিষয়। বিবাহবিচ্ছেদ হলে তাদের সন্তানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু স্ত্রীকে ফিরে না নিয়ে উল্টো নারী সুরক্ষা সেলের কাছে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য সাহায্য চেয়েছেন ওই ব্যক্তি। নারী সুরক্ষা সেল থেকে আরও জানানো হয়, এই ঘটনায় নারীর বিরুদ্ধে হিংসা বা অপরাধের বিষয় নেই, তাই বিবাহবিচ্ছেদের আবেদন নিয়ে কিছু করার নেই তাদের। তবে দম্পতিকে বোঝানোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রতিদিন গোসল না করায় স্ত্রীকে তালাক!

আপডেট সময় : ১২:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : দুই বছর আগে পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়। এরপর ভালোই চলছিল দাম্পত্য জীবন। তাদের সংসারে এক বছর বয়সী সন্তানও রয়েছে। সবকিছু ঠিকঠাক চললেও স্বামীর অভিযোগ, স্ত্রী প্রতিদিন গোসল করেন না। এটা নিয়ে তাদের ঝগড়াও হয়েছে। তবুও কাজ না হওয়ায় স্ত্রীকে তালাক দেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে ঘটেছে এমন ঘটনা। ওই নারী কাওয়াসি গ্রামের এবং তার স্বামী চন্দৌস গ্রামের বাসিন্দা। তবে মুসলিম এই দম্পতির পরিচয় প্রকাশ করা হয়নি।
স্বামী তালাক দেওয়ার পর ‘নারী সুরক্ষা সেল’র কাছে আবেদন জানান ওই নারী। তিনি আবার স্বামীর কাছে ফিরতে চান। তবে নারী সুরক্ষা সেলের পক্ষ থেকে অনেক চেষ্টা করেও সেই সম্পর্ক আর ঠিক করা যাচ্ছে না। স্বামী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, স্ত্রীর সঙ্গে আর ঘর করা সম্ভব নয় তার।
নারী সুরক্ষা সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বামীর সঙ্গে ঘর করতে চেয়েছিলেন ওই নারী। কিন্তু ওই ব্যক্তিকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। স্ত্রী গোসল করতেন না বলে প্রতিনিয়তই তাদের মধ্যে ঝগড়া হতো। যদিও এটা খুবই ছোট বিষয়। বিবাহবিচ্ছেদ হলে তাদের সন্তানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু স্ত্রীকে ফিরে না নিয়ে উল্টো নারী সুরক্ষা সেলের কাছে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য সাহায্য চেয়েছেন ওই ব্যক্তি। নারী সুরক্ষা সেল থেকে আরও জানানো হয়, এই ঘটনায় নারীর বিরুদ্ধে হিংসা বা অপরাধের বিষয় নেই, তাই বিবাহবিচ্ছেদের আবেদন নিয়ে কিছু করার নেই তাদের। তবে দম্পতিকে বোঝানোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।