নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগ এনে ঢাকার এক ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন অভিনেতা সাব্বির আহমেদ। মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকামুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকাঢাকার মহানগর হাকিম তামান্না ফারাহর আদালতে গতকাল রোববার মামলাটি করেন ছোট পর্দার এই অভিনেতা।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই ব্যবসায়ী রেজাউল করমি এবং তার স্ত্রী লিপি আক্তার অভিনেতা সাব্বিরের আত্মীয়। তবে তাদের বক্তব্য জানা যায়নি।
মামলার আরজিতে বলা হয়, আত্মীয়তার সূত্র ধরে রেজাউল করিম ব্যবসা বাড়াতে টাকার প্রয়োজনে লভ্যাংশ দেওয়ার কথা বলে ২০১৬ সালের ২৯ আগস্ট সাব্বিরের কাছ থেকে ৯ লাখ ৭২ হাজার টাকা, তার ভাই ফজলে রাব্বির কাছ থেকে ২৩ লাখ নেন। একই দিন এ মামলার আরেক সাক্ষী সুলতানা পারভীনের কাছ থেকে ৪ লাখ ৩৬ হাজার টাকা নেন রেজাউল। আসামি ৩৭ লাখ ৮ হাজার টাকা নিয়ে ১০/১৫ লাখ টাকা নগদে পরিশোধ এবং বাকি টাকা ২০১৭ সালের ফেব্রুয়ারিতে পরিশোধের অঙ্গীকার করেছিলেন বলে মামলায় বলা হয়। আরজিতে আরও বলা হয়, ভুক্তভোগীরা রেজাউল করিমের কথা সে সময় বিশ্বাস না করলে তার তার স্ত্রী লিপি আক্তারও তাদেরকে টাকার ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে সাব্বির জানান। মামলায় তিনি অভিযোগ করেন, এরপর ২০১৭ সাল শেষের পর্যায়ে টাকা পরিশোধ না করে তালবাহানা শুরু করেন রেজাউল ও লিপি। এ নিয়ে পারিবারিকভাবে তারা বৈঠকও করেন কিন্তু তাতে কোনো ফল আসেনি।
প্রতারণার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিনেতা সাব্বিরের মামলা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ