অর্থনৈতিক প্রতিবেদক “ঃ প্রচারের অভাবে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারিতে মানুষকে আগ্রহী করা যাচ্ছে না বলে জানিয়েছেন এনবিআর সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) আব্দুল মান্নান শিকদার। তিনি বলেন, এনবিআর থেকে ১০১ জনকে ইএফডি চালানের ওপর পুরস্কার দেওয়া হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না। এর কারণ হলো মানুষের মধ্যে সচেতনতার অভাব। অনেকই বিষয়টি না জানার কারণে ভ্যাট চালান ফেলে দেন কিংবা ফলাফলে অংশ নেন না। সেজন্য আমরা প্রচার-প্রচারণার প্রতি গুরুত্ব দিচ্ছি। মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) সম্মেলন কক্ষে ইএফডি চালানের লটারির ড্র উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল মান্নান শিকদার এসব কথা বলেন।
এদিন ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের ১৫তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। লটারির ফলাফল এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। আব্দুল মান্নান বলেন, ইএফডি চালানের ব্যবহার বাড়ানো বড় চ্যালেঞ্জ। ইএফডি চালান না নিলেও ক্রেতাকে ভ্যাট দিতে হচ্ছে। কারণ এখন পণ্যের মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকে। তাই কেউ চালান না নিলেও ভ্যাট পরিশোধ করতে হচ্ছে। ইএফডি মেশিন বসানোর পরে ভ্যাট আদায় প্রত্যাশা অনুযায়ী বাড়েনি উল্লেখ করে এনবিআর সদস্য বলেন, চালান নেওয়া বা না নেওয়া নিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তবে আমাদের অটোমেটেড সিস্টেম চলমান। তিনি বলেন, ইএফডি চালানের ব্যবহার ও ভ্যাট আদায়ের বিষয়টি মনিটরিং করতে প্রত্যেক কমিশনারেটে আমাদের টিম রয়েছে। তারা বিষয়টি মনিটরিং করছেন। আশা করি ভবিষ্যতে ফলাফল পাওয়া যাবে।
প্রচারের অভাবে ইএফডি লটারিতে আগ্রহ নেই গ্রাহকের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ