নিজস্ব প্রতিবেদক : প্রকৃতির সঙ্গে সম্পর্ক ও সম্প্রীতি গড়ে না তুললে জীবন ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ‘গঙ্গা, তিস্তা, যমুনা, মেঘনা নদীর ব্যবস্থাপনা ও পানির ওপর কৃষক ও আদিবাসীর অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত এসেছে পানির ওপরে। পানির অপর নাম জীবন। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার নিচে আমাদের অবস্থান। শুষ্ক মৌসুমে আমাদের পানি পরিকল্পনা অনিশ্চিত রয়েছে। আমাদের সবগুলো নদী একই ধারায় প্রবাহিত। ৫৭টি নদীর মধ্যে ৫৪টি ভারত থেকে প্রবাহিত, আর ৩টি মিয়ানমার থেকে আগত। ফারাক্কা চুক্তির মেয়াদ শেষের পথে, তিস্তা চুক্তি হয়নি, হওয়ার সম্ভবনাও নেই। প্যারিস জলবায়ু সম্মেলনে অঙ্গীকার করার কথা রয়েছে। প্রকৃতির সঙ্গে সম্প্রীতি গড়ে তুলতে না পারলে জীবন ব্যাহত হবে। আমাদের নীতিমালা আছে, কিন্তু বিকেন্দ্রীকরণ না হওয়ায় এর বাস্তবায়ন হচ্ছে না। নদী অববাহিকায় অবস্থানের কারণে নদী ব্যবস্থাপনায় আমরা কার্যকর সিদ্ধান্ত নিতে পারি না। সেকারণেই প্রকৃতির সঙ্গে সম্পর্ক ও সম্প্রীতি গড়ে না তুললে জীবন ব্যাহত হবে।’
‘রিভারাইন পিপল’ এর মহাসচিব শেখ রোকন বলেন, ‘রাজনীতির ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে দখলদারও বদলে যায়। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে। যেকারণে রাজনৈতিক দলগুলো নদী প্রকৃতি নিয়ে ভাবে না। নদী নিয়ে আমাদের সাংস্কৃতিক বিমুখতা রয়েছে। ব্যারেজ, ডাইভারশন, ড্যাম, অভ্যন্তরীণ দূষণ, বালু মহল, জল মহল দূষণের বাস্তবতা রয়েছে। নদীকে রক্ষা করতে হলে দূষণমুক্ত, দখলমুক্ত করতে হবে। নৌচলাচলে নদীকে উন্মুক্ত রাখতে হবে। নদীর পানিকে সুপেয় রাখতে হবে। মৎস্য চাষের জন্য নদীর পরিবেশ তৈরি করতে হবে।’
আলোচনা সভায় মূল পবন্ধ উপস্থাপন করার কথা ছিল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপির। কিন্তু অসুস্থতার কারণে তার পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমূদুল হাসান মানিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, কামরূল আহসান, হাজী বশিরুল আলমসহ কেন্দ্রীয় নেতারা।
প্রকৃতির সঙ্গে সম্প্রীতি গড়ে না তুললে জীবন ব্যাহত হবে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ