বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী সাবরিনা বশির। আধুনিক কিংবা ফোক- সব ধারায় তার কণ্ঠ সচল। আসিফ আকবর, তাহসান, কাজী শুভ ও প্রতীক হাসানসহ জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। উপহার দিয়েছেন শ্রোতাপ্রিয় গান।
শ্রোতাদের জন্য এবার তিনি ‘দিল্লি কা লাড্ডু’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। সম্প্রতি গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে।গানটিতে মডেল হয়েছেন সাবরিনা বশির ও চিত্রনায়ক আশিক চৌধুরী। গত ৩০ অক্টোবর এই কণ্ঠশিল্পীর জন্মদিনে তার ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ করা হয়। বিশেষ দিনটি উপলক্ষ্যে জমকালো আয়োজন করা হয়। এছাড়াও শ্রোতাপ্রিয় গায়ক আসিফ আকবরের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া ‘মধুচোরা’ গানটিরও লঞ্চিং হয়। চলতি মাসেই গানটি সাবরিনা বশির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। দুটি গানই পরিচালনা করেছেন মোহন ইসলাম।
‘দিল্লি কা লাড্ডু’ গানটি লিখেছেন মেহেদি হাসান লিমন, সুর করেছেন আহমেদ হুমায়ুন ও সংগীত করেছেন সিমন আহমেদ। নান্দনিক লোকেশনে গানটির চিত্রধারণ করেন বিকাশ সাহা। সাবরিনার মিউজিক ভিডিও প্রকাশনা ও জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ, কণ্ঠশিল্পী পুলক, উপমা, মালা খন্দকার প্রমুখ। সাবরিনা বশির বলেন, ‘আমি শৈশব থেকেই গানের চর্চা করি। গানের প্রতি ভালোবাসা থেকেই কণ্ঠশিল্পী হওয়া। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে সারা জীবন বেঁচে থাকতে চাই। আশা করছি, আমার অন্য সব গানের মতোই নতুন গানটি সবার ভালো লাগবে।’ সম্প্রতি ইউটিউবে অবমুক্ত হয়েছে তার ‘জলে গিয়েছিলাম সই’ নামের ফোক গানচিত্র। শিগগিরই অবমুক্ত হবে আসিফ আকবরের সঙ্গে ‘মধুচোরা’ এবং ‘ফুলের কানে ভ্রমর এসে’ শিরোনামে গান দুটি।
প্রকাশ্যে এলো ‘দিল্লি কা লাড্ডু’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ