ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

পৌরসভার ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় : ০৭:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট পৌরসভার হরিনখানা এলাকায় ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেন নির্মাণকাজে উল্লেখিত দরপত্র অনুযায়ী কাজ না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা। নিম্নমানের কাজসহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অভিযোগ করেছেন অত্র এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, বাগেরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের হরিনখানা পশ্চিমপাড়া মেইনরোডে আইডিওআইডিপি প্রকল্পে ৪১৫ মিটার ড্রেনের কাজ চলমান আছে। ড্রেন নির্মাণকাজে উল্লেখিত দরপত্রে মল্লিকবাড়ির মোড় হতে ৪১৫ মিটার পর্যন্ত কাজ হওয়ার কথা। কিন্তু সিডিউল না মেনে নির্ধারিত স্থানে কাজ না করে সম্পূর্ণ বেআইনিভাবে অন্য জায়গায় কাজ শুরু করেছে। অপ্রয়োজনীয় স্থানে ড্রেন নির্মানে এলাকাবাসীর উপকারের চাইতে ক্ষতির আশক্সক্ষা করছেন অত্র এলাকার বাসিন্দারা। তাই সঠিক নিয়ম মেনে ও দরপত্র অনুযায়ী নির্ধারিত স্থানে ড্রেন নির্মানের আহবান এলাকাবাসীর।

হরিনখানা এলাকার বাসিন্দা রাকিব মল্লিক বলেন, মল্লিক বাড়ীর মোড় হতে ৪১৫ মিটার কাজ হওয়ার কথা। কিন্তু কোন অদৃশ্য শক্তির কারনে নির্ধারিত স্থান থেকে কাজ শুরু না হয়ে উচু জায়গায় অপ্রয়োজনীয় স্থানে কাজ শুরু করছে। কাজটি সঠিকভাবে তদন্ত না করার ফলে অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এলাকায় ড্রেনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বের না হওয়ায় চরম ভোগান্তীতে পড়তে হয় এ এলাকার বাসিন্দাদের। এখন বে-আইনীভাবে কাজ করার ফলে আরো চরম ভোগান্তীর মধ্যে পড়তে হবে বলে জানান তিনি।

এলাকার বাসিন্দা সিদ্দিক মল্লিক, মো. রবিউল ইসলাম ও ইব্রাহীম হাওলাদার বলেন, প্রয়োজনীয় স্থানীয় ড্রেন নির্মান না করায় বর্ষা মৌসুমে পানিবন্দী হওয়ার উপক্রম হয়েছে অত্র এলাকার বাসিন্দাদের। ড্রেনের কাজটি মল্লিক বাডির মোড়ে নবনিমিত নতুন ড্রেনের সাথে মিলিয়ে কাজ শুরু করা কথা থাকলে কিছু সরকারী অসাধু ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারনে এই কাজ করেছে। তারা বলেন, এদের ব্যক্তিগত স্বার্থ দ্বিদ্ধির জন্য অনিয়ম ও নিম্নমানের কাজ করছে। তাই এ ধরনের বে-আইনী কাজের সাথে যারা যারা সম্পৃক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।

বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টিএম রেজাইল হক রিজভি বলেন, আইডিওআইডিপি প্রকল্পে ৪১৫ মিটার ড্রেনের কাজ চলমান আছে। কার্যাদেশ মেনে সঠিক ভাবেই কাজ দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানান এ কর্মকর্তা।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পৌরসভার ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৭:৪৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট পৌরসভার হরিনখানা এলাকায় ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেন নির্মাণকাজে উল্লেখিত দরপত্র অনুযায়ী কাজ না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা। নিম্নমানের কাজসহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অভিযোগ করেছেন অত্র এলাকার বাসিন্দারা।

স্থানীয়রা জানান, বাগেরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের হরিনখানা পশ্চিমপাড়া মেইনরোডে আইডিওআইডিপি প্রকল্পে ৪১৫ মিটার ড্রেনের কাজ চলমান আছে। ড্রেন নির্মাণকাজে উল্লেখিত দরপত্রে মল্লিকবাড়ির মোড় হতে ৪১৫ মিটার পর্যন্ত কাজ হওয়ার কথা। কিন্তু সিডিউল না মেনে নির্ধারিত স্থানে কাজ না করে সম্পূর্ণ বেআইনিভাবে অন্য জায়গায় কাজ শুরু করেছে। অপ্রয়োজনীয় স্থানে ড্রেন নির্মানে এলাকাবাসীর উপকারের চাইতে ক্ষতির আশক্সক্ষা করছেন অত্র এলাকার বাসিন্দারা। তাই সঠিক নিয়ম মেনে ও দরপত্র অনুযায়ী নির্ধারিত স্থানে ড্রেন নির্মানের আহবান এলাকাবাসীর।

হরিনখানা এলাকার বাসিন্দা রাকিব মল্লিক বলেন, মল্লিক বাড়ীর মোড় হতে ৪১৫ মিটার কাজ হওয়ার কথা। কিন্তু কোন অদৃশ্য শক্তির কারনে নির্ধারিত স্থান থেকে কাজ শুরু না হয়ে উচু জায়গায় অপ্রয়োজনীয় স্থানে কাজ শুরু করছে। কাজটি সঠিকভাবে তদন্ত না করার ফলে অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এলাকায় ড্রেনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি বের না হওয়ায় চরম ভোগান্তীতে পড়তে হয় এ এলাকার বাসিন্দাদের। এখন বে-আইনীভাবে কাজ করার ফলে আরো চরম ভোগান্তীর মধ্যে পড়তে হবে বলে জানান তিনি।

এলাকার বাসিন্দা সিদ্দিক মল্লিক, মো. রবিউল ইসলাম ও ইব্রাহীম হাওলাদার বলেন, প্রয়োজনীয় স্থানীয় ড্রেন নির্মান না করায় বর্ষা মৌসুমে পানিবন্দী হওয়ার উপক্রম হয়েছে অত্র এলাকার বাসিন্দাদের। ড্রেনের কাজটি মল্লিক বাডির মোড়ে নবনিমিত নতুন ড্রেনের সাথে মিলিয়ে কাজ শুরু করা কথা থাকলে কিছু সরকারী অসাধু ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারনে এই কাজ করেছে। তারা বলেন, এদের ব্যক্তিগত স্বার্থ দ্বিদ্ধির জন্য অনিয়ম ও নিম্নমানের কাজ করছে। তাই এ ধরনের বে-আইনী কাজের সাথে যারা যারা সম্পৃক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।

বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টিএম রেজাইল হক রিজভি বলেন, আইডিওআইডিপি প্রকল্পে ৪১৫ মিটার ড্রেনের কাজ চলমান আছে। কার্যাদেশ মেনে সঠিক ভাবেই কাজ দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে জানান এ কর্মকর্তা।