প্রযুক্তি ডেস্ক : নতুন আপডেট আনছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটার। টুইটারে আপলোড হওয়া ভিডিও কোয়ালিটি আরও যাতে ভালো থাকে এবং ব্যবহারকারীদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য নতুন এই ফিচারটি চালু করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিও কোয়ালিটি উন্নতি করার জন্য আপডেট আনা হয়েছে। নতুন আপলোড করা ভিডিওগুলোর পিক্সেল কম নষ্ট হবে। এবং সে কারণে অনেক ভালো কোয়ালিটির ভিডিও দেখা যাবে।
টুইটার জানিয়েছে, অতীতে কোনও ভিডিও আপলোড করার সময় প্রি প্রসেসিং স্টেপের জন্য ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে সমস্যা দেখা দিত। ভালো কোয়ালিটির ভিডিও দেখার সময় অস্পষ্ট হত। কিন্তু প্রি প্রসেসিং স্টেপে বেশ কিছু আপডেট আনার জন্য ওই সমস্যা হবে না। ইতিমধ্যে সেই আপডেট দেওয়া হয়েছে।
তবে আগে আপলোড করা ভিডিওগুলোর ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না। শুধুমাত্র নতুন যে ভিডিও আপলোড করা হবে সেগুলোর ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি অনেক স্বচ্ছ হবে। সংস্থাটি নিজেদের টুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছে।
একটি প্রেস বার্তায় টুইটার লিখেছে, ‘ব্যবহারকারীদের জন্য একটা ভালো খবর আছে। ভিডিওর মান উন্নতির জন্য বিশেষ আপডেট আনা হয়েছে। এখন থেকে টুইটারে আপলোড করা যে কোনও ভিডিও কম পিক্সেলেটেড দেখাবে।’
এর পাশাপাশি আরও একটি আপডেট আনছে টুইটার। মূলত কোনও ট্যুইট রিপ্লাইয়ের ক্ষেত্রে কাজ করবে নতুন এই আপডেট। অনেক সময় দেখা যায় অনেক ব্যবহারকারী কোনও টুইটে কুমন্তব্য করছেন। নতুন এই আপডেটের মাধ্যমে সেই সব ব্যক্তিরা নির্দিষ্ট ব্যক্তিদের টুইটে রিপ্লাই করতে পারবেন না।
নতুন আপডেটে ফিল্টার এবং আপডেট নামে দুইটি ফিচার যোগ করা হচ্ছে। ওই ফিচার দুইটির মাধ্যমে কোনও টুইটের রিপ্লাই করা থেকে নির্দিষ্ট ব্যক্তিদের দূরে সরিয়ে রাখা যাবে।