ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে নিরব-মাহি

  • আপডেট সময় : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ঢালিউডে বর্তমানে যারা নিয়মিত কাজ করছেন তাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। দুজনেরই দীর্ঘ সময়ের ক্যারিয়ার। কিন্তু কখনো একসঙ্গে কাজ করা হয়নি তাদের। অবশেষে একটি পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধলেন নিরব ও মাহি। টিভিসির এই বিজ্ঞাপনটি আরজি লাইফ স্টাইলের। এটি রংধনু গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। জনপ্রিয় একটি পোশাকের ব্র্যান্ড। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় ফ্লোরে পোশাক ব্র্যান্ডটির দুটি দোকান রয়েছে।
নিরব ও মাহিকে জুটি বানিয়ে আরজি লাইফস্টাইলের এ বিজ্ঞাপনটি পরিচালনা করছেন অনন্য মামুন। প্রথম দিন যমুনা ফিউচার পার্কে এটির শুটিং হয়। দ্বিতীয় দিনের শুট হয়েছে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে। বিজ্ঞাপনটিতে মনিরা মিঠু এবং রোজী সেলিমসহ অনেকেই কাজ করছেন। টিভিসির এই বিজ্ঞাপন প্রসঙ্গে চিত্রনায়ক নিরব হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘বেশ ভালো একটি কাজ হচ্ছে। বড় একটি ইউনিট নিয়ে টিভিসিটির নির্মাণ চলছে৷ এর মধ্য দিয়ে প্রথমবার আমি আর মাহি একসঙ্গে কাজ করছি। শিগগিরই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।’ এদিকে, চলতি মাসে ‘জলকিরণ’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন নিরব। সাইন্স ফিকশন গল্পে সিনেমাটি পরিচালনা করবেন এইচ আর হাবিব। এছাড়া নিরব অভিনীত ‘ক্যাসিনো’, ‘ফিরে দেখা’, ‘ছায়াবৃক্ষ’, ‘অমানুষ’, ‘কয়লা’ সিনেমাগুলো চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে নিরব-মাহি

আপডেট সময় : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২

বিনোদন প্রতিবেদক : ঢালিউডে বর্তমানে যারা নিয়মিত কাজ করছেন তাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। দুজনেরই দীর্ঘ সময়ের ক্যারিয়ার। কিন্তু কখনো একসঙ্গে কাজ করা হয়নি তাদের। অবশেষে একটি পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধলেন নিরব ও মাহি। টিভিসির এই বিজ্ঞাপনটি আরজি লাইফ স্টাইলের। এটি রংধনু গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। জনপ্রিয় একটি পোশাকের ব্র্যান্ড। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত যমুনা ফিউচার পার্কের দ্বিতীয় ফ্লোরে পোশাক ব্র্যান্ডটির দুটি দোকান রয়েছে।
নিরব ও মাহিকে জুটি বানিয়ে আরজি লাইফস্টাইলের এ বিজ্ঞাপনটি পরিচালনা করছেন অনন্য মামুন। প্রথম দিন যমুনা ফিউচার পার্কে এটির শুটিং হয়। দ্বিতীয় দিনের শুট হয়েছে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে। বিজ্ঞাপনটিতে মনিরা মিঠু এবং রোজী সেলিমসহ অনেকেই কাজ করছেন। টিভিসির এই বিজ্ঞাপন প্রসঙ্গে চিত্রনায়ক নিরব হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘বেশ ভালো একটি কাজ হচ্ছে। বড় একটি ইউনিট নিয়ে টিভিসিটির নির্মাণ চলছে৷ এর মধ্য দিয়ে প্রথমবার আমি আর মাহি একসঙ্গে কাজ করছি। শিগগিরই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।’ এদিকে, চলতি মাসে ‘জলকিরণ’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন নিরব। সাইন্স ফিকশন গল্পে সিনেমাটি পরিচালনা করবেন এইচ আর হাবিব। এছাড়া নিরব অভিনীত ‘ক্যাসিনো’, ‘ফিরে দেখা’, ‘ছায়াবৃক্ষ’, ‘অমানুষ’, ‘কয়লা’ সিনেমাগুলো চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।