নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক খাতের শ্রমিকদের ডিজিটাল বেতন বিতরণ ব্যবস্থা সহজ করতে ‘ডিজিটাল পে-রোল সল্যুশন’ নিয়ে এসেছে বিকাশ। নতুন পদ্ধতিতে কারখানা কর্তৃপক্ষ নিজেরাই শ্রমিকদের কাছে বেতন পৌঁছে দিতে পারবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়। শ্রমিকরা এখন বিকাশে পাওয়া বেতন ডিজিটাল পদ্ধতিতেই ব্যবহার করে তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরো উন্নত করার সুযোগ পাচ্ছেন। শ্রমিকদের প্রতিদিনকার কেনাকাটায় সরাসরি বিকাশ পেমেন্টের সুবিধা দেওয়ার লক্ষ্যে কর্ম এবং আবাসস্থলের কাছাকাছি মার্চেন্ট অবকাঠামো নির্মাণে কাজ করছে বিকাশ।