বিদেশের খবর ডেস্ক : তিনটি বিমান নিয়ে গঠিত রাশিয়ার সামরিক বাহিনীর এক বহরকে পোল্যান্ড সীমান্তের আকাশে থামিয়ে দিয়েছে দুটি ডাচ এফ-৩৫ জঙ্গি বিমান। পরবর্তীতে বহরটিকে সীমানার বাইরে তাড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। মন্ত্রণালয়ের বিবৃতিটি অনুবাদ করে রয়টার্স জানিয়েছে, ‘তৎকালীন অজানা বিমানটি কালিনিনগ্রাদ থেকে পোলিশ ন্যাটোর দায়িত্বের এলাকায় পৌঁছেছিল।’ কালিনিনগ্রাদ একটি রাশিয়ান বাল্টিক উপকূলীয় ছিটমহল যা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মধ্যে অবস্থিত।
বিবৃতিতে বলা হয়, ‘শনাক্তকরণের পরে দেখা গেছে বিমানের সংখ্যা তিনটি। এর মধ্যে একটি রাশিয়ান আইএল- ২০ এম যা দুটি এসই-২৭ ফ্ল্যাঙ্কার দ্বারা এসকর্ট করা হয়েছিল৷ ডাচ এফ-৩৫ বিমান দুটি দূর থেকে ফর্মেশনটিকে এসকর্ট করে এবং ন্যাটো অংশীদারদের কাছে এসকর্টটি হস্তান্তর করে৷’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি। নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আটটি ডাচ এফ-৩৫ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য পোল্যান্ডে অবস্থান করছে।
পোল্যান্ড সীমান্তে রাশিয়ান সামরিক বিমান থামিয়ে দিয়েছে ডাচ এফ-৩৫
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ