ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

পোপের সমালোচনায় মানুষের সম্পদ-ক্ষমতার লোভ

  • আপডেট সময় : ০২:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে মানুষের সম্পদ আর ক্ষমতার ক্ষুধার নিন্দা করেছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস। শনিবার (২৪ ডিসেম্বর) বড়দিনের আগের সন্ধ্যায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় দেওয়া বক্তব্যে তিনি এ নিন্দা জানান। শনিবার সন্ধ্যায় ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস একটি হুইলচেয়ারে করে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় প্রবেশ করেন। ধর্মীয় সমাবেশের বেশিরভাগ সময়জুড়ে তিনি গির্জার বেদি এলাকায় বসে থাকেন। এসময় উপাসনাকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সবকিছু বাদ দিয়ে আমি যুদ্ধ, দারিদ্র্য আর কষ্টে জর্জরিত শিশুদের কথা ভাবছি। প্রাণীরা তাদের খোপে দেওয়া খাবারটুকুই খায়। আর মানুষরা তাদের সম্পদ ও ক্ষমতার ক্ষুধা নিবারণে নিজের প্রতিবেশী, মা-বাবা, ভাই-বোনদের পর্যন্ত গিলে খাচ্ছে। ধর্মীয় সমাবেশের বক্তব্যে পোপ সুনির্দিষ্ট করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেননি। তবে অনেকে দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন সংঘাত পরিস্থিতিকে ইঙ্গিত করেই এসব কথা বলেছেন পোপ। রোববার (২৫ ডিসেম্বর) বড়দিন উদ্যাপন উপলক্ষ্যে সেন্ট পিটার্স বাসিলিকার ব্যালকনিতে দাঁড়িয়ে পোপ ফ্রান্সিস ‘উর্বি অ্যাত অর্বি’ (শহর ও বিশ্বের জন্য) আশীর্বাদ ও শুভবার্তা জানিয়ে ভাষণ দেবেন। এ বছরের ২৪ ফেব্রুয়ারি পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে সমালোচনার মুখে পড়েন পোপ। সেসময় ইউক্রেনীয়রা বলেছিলেন, পোপ রাশিয়াকে সরাসরি দোষারোপ না করে সতর্ক মন্তব্য করছেন। তবে গত জুনে পোপ বলেছিলেন, এ যুদ্ধকে হয় উসকে দেওয়া হচ্ছে, এটি ঠেকাতে পদক্ষেপ নেওয়া দরকার। পরে পোপ রুশ সেনাদের কর্মকা-কে ‘নৃশংসতা’ আখ্যা দেন ও এর নিন্দা জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোপের সমালোচনায় মানুষের সম্পদ-ক্ষমতার লোভ

আপডেট সময় : ০২:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে মানুষের সম্পদ আর ক্ষমতার ক্ষুধার নিন্দা করেছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস। শনিবার (২৪ ডিসেম্বর) বড়দিনের আগের সন্ধ্যায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় দেওয়া বক্তব্যে তিনি এ নিন্দা জানান। শনিবার সন্ধ্যায় ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস একটি হুইলচেয়ারে করে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় প্রবেশ করেন। ধর্মীয় সমাবেশের বেশিরভাগ সময়জুড়ে তিনি গির্জার বেদি এলাকায় বসে থাকেন। এসময় উপাসনাকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সবকিছু বাদ দিয়ে আমি যুদ্ধ, দারিদ্র্য আর কষ্টে জর্জরিত শিশুদের কথা ভাবছি। প্রাণীরা তাদের খোপে দেওয়া খাবারটুকুই খায়। আর মানুষরা তাদের সম্পদ ও ক্ষমতার ক্ষুধা নিবারণে নিজের প্রতিবেশী, মা-বাবা, ভাই-বোনদের পর্যন্ত গিলে খাচ্ছে। ধর্মীয় সমাবেশের বক্তব্যে পোপ সুনির্দিষ্ট করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেননি। তবে অনেকে দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের বিভিন্ন সংঘাত পরিস্থিতিকে ইঙ্গিত করেই এসব কথা বলেছেন পোপ। রোববার (২৫ ডিসেম্বর) বড়দিন উদ্যাপন উপলক্ষ্যে সেন্ট পিটার্স বাসিলিকার ব্যালকনিতে দাঁড়িয়ে পোপ ফ্রান্সিস ‘উর্বি অ্যাত অর্বি’ (শহর ও বিশ্বের জন্য) আশীর্বাদ ও শুভবার্তা জানিয়ে ভাষণ দেবেন। এ বছরের ২৪ ফেব্রুয়ারি পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে সমালোচনার মুখে পড়েন পোপ। সেসময় ইউক্রেনীয়রা বলেছিলেন, পোপ রাশিয়াকে সরাসরি দোষারোপ না করে সতর্ক মন্তব্য করছেন। তবে গত জুনে পোপ বলেছিলেন, এ যুদ্ধকে হয় উসকে দেওয়া হচ্ছে, এটি ঠেকাতে পদক্ষেপ নেওয়া দরকার। পরে পোপ রুশ সেনাদের কর্মকা-কে ‘নৃশংসতা’ আখ্যা দেন ও এর নিন্দা জানান।