ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

পেহেলগামে হামলার নিন্দা এফবিআইপ্রধান ক্যাশ প্যাটেলের

  • আপডেট সময় : ০৪:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল।

রোববার (২৭ এপ্রিল) দেওয়া বিবৃতিতে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারকে ধারাবাহিক সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন বলে এনডিটিভিতে প্রকাশিত এক খবরে জানানো হয়েছে।

‘সন্ত্রাসবাদের অপকর্মে আমাদের বিশ্ব যে ধারাবাহিক হুমকির সম্মুখীন হচ্ছে’ পেহেলগামে হামলা তা মনে করিয়ে দিচ্ছে, বলেছেন প্যাটেল।

গত মঙ্গলবারের ওই বর্বর হামলা অন্তত ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার প্রক্সি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছে। বেসামরিকদের ওপর হামলার এ ঘটনা ভারতের ভেতরে-বাইরে কূটনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এফবিআই কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহত সকলের প্রতি সমবেদনা জানাচ্ছে। ভারত সরকারকে আমাদের পূর্ণ সমর্থন প্রদান অব্যাহত থাকবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন এফবিআইপ্রধান। হামলার পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে সন্ত্রাসী হামলাটির নিন্দা জানিয়েছিলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং নৃশংস এ হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে ভারতের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন দেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ভারত পাশাপাশি থাকবে, এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৭ থেকে ২০২১ সালের প্রথম মেয়াদে ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিলেও এবার ওই পথে হাঁটছেন না। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোম যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্পের মন্তব্যে মনে হয়েছে, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখতে চান। তারা নিজেরাই সামলে নেবে। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে, এটা আগেও ছিল। কিন্তু একভাবে না একভাবে তারা সমাধান করে নেবে। আমি নিশ্চিত, আমি উভয় দেশের নেতাদেরই চিনি, বলেছেন তিনি।

মধ্যস্থতায় আগ্রহ না দেখালেও ট্রাম্প এবং তার প্রশাসনের অনেকেই পেহেলগামে সন্ত্রাসী হামলার পরপরই তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভারতকে সহায়তার আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডও এ তালিকায় আছেন। আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই জঘন্য হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার চেষ্টায় আপনাদের প্রতি সমর্থন ব্যক্ত করছি, ভারতীয়দের উদ্দেশ্য করে এক্সে দেওয়া পোস্টে এমনটাই লিখেছেন এ মার্কিন কর্মকর্তা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উত্তেজনা বাড়ালে কেউ আমাদের থামাতে পারবে না, হুঁশিয়ারি পাকিস্তানের

পেহেলগামে হামলার নিন্দা এফবিআইপ্রধান ক্যাশ প্যাটেলের

আপডেট সময় : ০৪:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত সপ্তাহে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল।

রোববার (২৭ এপ্রিল) দেওয়া বিবৃতিতে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারকে ধারাবাহিক সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন বলে এনডিটিভিতে প্রকাশিত এক খবরে জানানো হয়েছে।

‘সন্ত্রাসবাদের অপকর্মে আমাদের বিশ্ব যে ধারাবাহিক হুমকির সম্মুখীন হচ্ছে’ পেহেলগামে হামলা তা মনে করিয়ে দিচ্ছে, বলেছেন প্যাটেল।

গত মঙ্গলবারের ওই বর্বর হামলা অন্তত ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার প্রক্সি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছে। বেসামরিকদের ওপর হামলার এ ঘটনা ভারতের ভেতরে-বাইরে কূটনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এফবিআই কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহত সকলের প্রতি সমবেদনা জানাচ্ছে। ভারত সরকারকে আমাদের পূর্ণ সমর্থন প্রদান অব্যাহত থাকবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন এফবিআইপ্রধান। হামলার পরদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে সন্ত্রাসী হামলাটির নিন্দা জানিয়েছিলেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং নৃশংস এ হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে ভারতের পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন দেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ভারত পাশাপাশি থাকবে, এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৭ থেকে ২০২১ সালের প্রথম মেয়াদে ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিলেও এবার ওই পথে হাঁটছেন না। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোম যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্পের মন্তব্যে মনে হয়েছে, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখতে চান। তারা নিজেরাই সামলে নেবে। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা রয়েছে, এটা আগেও ছিল। কিন্তু একভাবে না একভাবে তারা সমাধান করে নেবে। আমি নিশ্চিত, আমি উভয় দেশের নেতাদেরই চিনি, বলেছেন তিনি।

মধ্যস্থতায় আগ্রহ না দেখালেও ট্রাম্প এবং তার প্রশাসনের অনেকেই পেহেলগামে সন্ত্রাসী হামলার পরপরই তীব্র নিন্দা জানিয়েছেন এবং ভারতকে সহায়তার আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডও এ তালিকায় আছেন। আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই জঘন্য হামলার জন্য দায়ীদের খুঁজে বের করার চেষ্টায় আপনাদের প্রতি সমর্থন ব্যক্ত করছি, ভারতীয়দের উদ্দেশ্য করে এক্সে দেওয়া পোস্টে এমনটাই লিখেছেন এ মার্কিন কর্মকর্তা।