প্রত্যাশা ডেস্ক : মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে উদ্ভূত, দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক অ্যাখা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, পেলোসির সফরের প্রতিক্রিয়াতেই তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া শুরু হয়েছে। খবর বিবিসি’র। বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে গত (২ আগস্ট) মঙ্গলবার রাতে বিশেষ বিমানে চড়ে রাজধানী তাইপে সফরে আসেন মার্কিন স্পিকার পেলোসি। তাৎক্ষণিক কঠোর ভাষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। পরের দিন বুধবার বিতর্কিত সফরে শেষে ফিরে যান তিনি। গত ২৫ বছরের মধ্যে এই প্রথম কোন শীর্ষ মার্কিন রাজনীতিক দ্বীপটি সফর করেন। নিজেদের বিচ্ছিন্ন ভূখ- দাবি করা তাইওয়ানে পেলোসির সফরের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে দ্বীপটির আশাপাশে কৌশলগত মহড়া শুরু করেছে বেইজিং। মহড়ায় তাঁজা গুলি ছোড়া হচ্ছে বলে জানা গেছে।
এ নিয়ে কম্বোডিয়ার রাজধানী নমপেনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ওয়াং ই বলেন, ‘একটি সংকট এড়াতে যথাসাধ্য চেষ্টা করছে বেইজিং। কিন্তু দেশের স্বার্থে আঘাত করতে দেওয়া হবে না’। এক বিবৃতিতে চলমান উত্তেজনা পরিহারে আহ্বান জানিয়েছে আসিয়ান জোট।
পেলোসির তাইওয়ান সফর দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক: চীন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ