ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

পেলের ‘১০ নম্বর’ জার্সি তুলে রাখতে আপত্তি জিকোর

  • আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

গত ২৯ ডিসেম্বর না ফেরার দেশে চলে গেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। ‘ফুটবলের রাজা’ খ্যাত পেলের মৃত্যুতে ফুটবল বিশ্বে নেমে এসেছে শোক। পেলের মৃত্যুর পর খেলোয়াড়ি জীবনের ক্লাব সান্তোস নিতে যাচ্ছে দারুণ এক উদ্যোগ। পেলের সম্মানে তাঁর পরা ‘১০ নম্বর’ জার্সিটি চিরতরে উঠিয়ে রাখার চিন্তা করছে তারা। সান্তোসের কমিটির বেশিরভাগ সদস্য এ ব্যাপারে সম্মত। তবে ব্রাজিলের আরেক কিংবদন্তি জিকো সান্তোসের এই সিদ্ধান্তের বিপক্ষে। এক সাক্ষাৎকারে জিকো বলেছেন, ‘আমি সবসময়ই এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে। আমি মনে করি, ১০ নম্বর জার্সি একজন স্ট্রাইকারের কাছে গর্বের প্রতীক। এই জার্সি পরতে পারা একজন স্ট্রাইকারের কাছে গৌরবের। ১০ নম্বর জার্সিটা দলে তাঁর গুরুত্ব প্রমাণ করে। তাই আমি সবসময় (জার্সি তুলে রাখা) এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করি।’ সান্তোসের হিসেব অনুযায়ী, দলটির হয়ে ১১১৬ ম্যাচে ১০৯১ গোল করেছেন পেলে। ব্রাজিলের হয়ে তাঁর রয়েছে ৭৭ গোল। ক্লাব কিংবা জাতীয় দল যেখানেই খেলেছেন, পেলের মূল পরিচয় ছিল ‘১০ নম্বর জার্সিধারী’ হিসেবে। ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সিতে খেলেছেন জিকো। আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও পরতেন ১০ নম্বর জার্সি। তাই জিকোর দাবি হলো- ১০ নম্বর জার্সি তুলে না রেখে অন্যদেরও পরতে দেওয়া হোক। এটা একটা খেলোয়াড়েরর জন্য গর্বের ব্যাপার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পেলের ‘১০ নম্বর’ জার্সি তুলে রাখতে আপত্তি জিকোর

আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

গত ২৯ ডিসেম্বর না ফেরার দেশে চলে গেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। ‘ফুটবলের রাজা’ খ্যাত পেলের মৃত্যুতে ফুটবল বিশ্বে নেমে এসেছে শোক। পেলের মৃত্যুর পর খেলোয়াড়ি জীবনের ক্লাব সান্তোস নিতে যাচ্ছে দারুণ এক উদ্যোগ। পেলের সম্মানে তাঁর পরা ‘১০ নম্বর’ জার্সিটি চিরতরে উঠিয়ে রাখার চিন্তা করছে তারা। সান্তোসের কমিটির বেশিরভাগ সদস্য এ ব্যাপারে সম্মত। তবে ব্রাজিলের আরেক কিংবদন্তি জিকো সান্তোসের এই সিদ্ধান্তের বিপক্ষে। এক সাক্ষাৎকারে জিকো বলেছেন, ‘আমি সবসময়ই এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে। আমি মনে করি, ১০ নম্বর জার্সি একজন স্ট্রাইকারের কাছে গর্বের প্রতীক। এই জার্সি পরতে পারা একজন স্ট্রাইকারের কাছে গৌরবের। ১০ নম্বর জার্সিটা দলে তাঁর গুরুত্ব প্রমাণ করে। তাই আমি সবসময় (জার্সি তুলে রাখা) এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করি।’ সান্তোসের হিসেব অনুযায়ী, দলটির হয়ে ১১১৬ ম্যাচে ১০৯১ গোল করেছেন পেলে। ব্রাজিলের হয়ে তাঁর রয়েছে ৭৭ গোল। ক্লাব কিংবা জাতীয় দল যেখানেই খেলেছেন, পেলের মূল পরিচয় ছিল ‘১০ নম্বর জার্সিধারী’ হিসেবে। ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সিতে খেলেছেন জিকো। আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও পরতেন ১০ নম্বর জার্সি। তাই জিকোর দাবি হলো- ১০ নম্বর জার্সি তুলে না রেখে অন্যদেরও পরতে দেওয়া হোক। এটা একটা খেলোয়াড়েরর জন্য গর্বের ব্যাপার।