ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

পেরুতে খনিশ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত ১৬

  • আপডেট সময় : ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতমালা অংশে খনিশ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৬ জন নিহত ও ২ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসটি চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত শ্রমিকদের এমএমজি লিমিটেডের লাস বামবাস তামাখনিতে নিয়ে যাচ্ছিল।
গত শুক্রবার ভোরের দিকে আপুরিমাক অঞ্চলের কোতাবামবাস প্রদেশে পাহাড়ি রাস্তায় মোড় নেওয়ার সময় এটি পাশের খাদে পড়ে যায় বলে এমএমজি লিমিটেডের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায় বলে স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রতিবেদনে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ, খনি কোম্পানির পক্ষ থেকে তদন্তে সব ধরনের সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে। পেরুর অন্যতম বৃহত্তম লাস বামবাস খনিটি কোতাবামবাস ও পার্শ্ববর্তী একটি প্রদেশের মাঝে অবস্থিত। দক্ষিণ আমেরিকার এ দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদক দেশ। পেরুতে খাড়া পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে দুর্ঘটনাও বিরল নয়।
২০১৮ সালে রাজধানী লিমার কাছে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ১০০ মিটার নিচে পাথুরে সৈকতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছিল।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

পেরুতে খনিশ্রমিকদের বহনকারী বাস খাদে, নিহত ১৬

আপডেট সময় : ১১:৩০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতমালা অংশে খনিশ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৬ জন নিহত ও ২ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাসটি চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত শ্রমিকদের এমএমজি লিমিটেডের লাস বামবাস তামাখনিতে নিয়ে যাচ্ছিল।
গত শুক্রবার ভোরের দিকে আপুরিমাক অঞ্চলের কোতাবামবাস প্রদেশে পাহাড়ি রাস্তায় মোড় নেওয়ার সময় এটি পাশের খাদে পড়ে যায় বলে এমএমজি লিমিটেডের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায় বলে স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রতিবেদনে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ, খনি কোম্পানির পক্ষ থেকে তদন্তে সব ধরনের সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে। পেরুর অন্যতম বৃহত্তম লাস বামবাস খনিটি কোতাবামবাস ও পার্শ্ববর্তী একটি প্রদেশের মাঝে অবস্থিত। দক্ষিণ আমেরিকার এ দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদক দেশ। পেরুতে খাড়া পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে দুর্ঘটনাও বিরল নয়।
২০১৮ সালে রাজধানী লিমার কাছে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ১০০ মিটার নিচে পাথুরে সৈকতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছিল।