ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

‘পেয়ারার সুবাস’ এবার দেখা যাবে ঘরে বসে

  • আপডেট সময় : ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: মুক্তির দেড় মাস পর ওটিটিতে আসছে প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল ও অভিনেত্রী জয়া আহসানের সিনেমা ‘পেয়ারার সুবাস’। চলতি মাসের ২১ তারিখে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ফেইসবুকে চরকির প্রধান নির্বাহী নির্মাতা রেদওয়ান রনি এক পোস্টে বলেছেন, “আমাদের প্রিয় অভিনেতা আহমেদ রুবেলের অভিনীত সর্বশেষ সিনেমা “পেয়ারার সুবাস” সিনেমা হলের পর এখন মুক্তি পাচ্ছে চরকিতে।“ রনির প্রত্যাশা রুবেল তার কাজ ও শিল্প দিয়েই সবার মাঝে বেঁচে থাকবেন। নূরুল আলম আতিক পরিচালিত সিনেমাটি ‘পেয়ারার সুবাস’ মুক্তি পায় গত ৯ ফেব্রুয়ারি। এর আগের দিন ছিল সিনেমটির প্রিমিয়ার শো। কিন্তু শোয়ের আগে রুবেলের চলে যাওয়ার অপ্রত্যাশিত ঘটনা স্তম্ভিত করে দেয় সবাইকে। প্রিমিয়ারে আসতে উত্তরা থেকে পরিচালক আতিক ও রুবেল গাড়িতে করে বসুন্ধরা সিটি আসছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন আহমেদ রুবেল নিজেই। শপিং মলে গাড়িটি পার্ক করার পর হঠাৎ অসুস্থ বোধ করেন রুবেল। পরিচালক আতিক পার্কিং থেকে ফোন করে সিনেপ্লেক্সে থাকা টিমের কয়েকজনকে দ্রুত নিচে নামতে বলেন। সবাই মিলে আহমেদ রুবেলকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেন তারা।
পথেই নিস্তেজ হয়ে পড়েছিলেন রুবেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সিনেপ্লেক্সে ততক্ষণে শোকের ছায়া। দেশের নন্দিত সব অভিনেতা, লেখক, শিক্ষক, পরিচালক, সাংবাদিক সকলেই উপস্থিত সেখানে। সকলের মধ্যে দ্বিধা, প্রিমিয়ার আর হবে কি না। নির্মাতা আতিক সিদ্ধান্ত নেন রুবেলকে শ্রদ্ধা নিবেদন করা হবে এই সিনেমার মধ্যে দিয়ে। তাতে সায় আসে রুবেলের সহশিল্পী এবং দর্শক সারি থেকেও। প্রথমে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সবাই। তারপর রুবেলকে উৎসর্গ করে প্রদর্শিত হয় ‘পেয়ারার সুবাস’। এই সিনেমায় আরও অভিনয় করেছেন তারেক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ অনেকে। ৯২ মিনিটের সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ এবং সহ-প্রযোজনায় চরকি। গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘পেয়ারার সুবাস’র।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

‘পেয়ারার সুবাস’ এবার দেখা যাবে ঘরে বসে

আপডেট সময় : ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক: মুক্তির দেড় মাস পর ওটিটিতে আসছে প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল ও অভিনেত্রী জয়া আহসানের সিনেমা ‘পেয়ারার সুবাস’। চলতি মাসের ২১ তারিখে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ফেইসবুকে চরকির প্রধান নির্বাহী নির্মাতা রেদওয়ান রনি এক পোস্টে বলেছেন, “আমাদের প্রিয় অভিনেতা আহমেদ রুবেলের অভিনীত সর্বশেষ সিনেমা “পেয়ারার সুবাস” সিনেমা হলের পর এখন মুক্তি পাচ্ছে চরকিতে।“ রনির প্রত্যাশা রুবেল তার কাজ ও শিল্প দিয়েই সবার মাঝে বেঁচে থাকবেন। নূরুল আলম আতিক পরিচালিত সিনেমাটি ‘পেয়ারার সুবাস’ মুক্তি পায় গত ৯ ফেব্রুয়ারি। এর আগের দিন ছিল সিনেমটির প্রিমিয়ার শো। কিন্তু শোয়ের আগে রুবেলের চলে যাওয়ার অপ্রত্যাশিত ঘটনা স্তম্ভিত করে দেয় সবাইকে। প্রিমিয়ারে আসতে উত্তরা থেকে পরিচালক আতিক ও রুবেল গাড়িতে করে বসুন্ধরা সিটি আসছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন আহমেদ রুবেল নিজেই। শপিং মলে গাড়িটি পার্ক করার পর হঠাৎ অসুস্থ বোধ করেন রুবেল। পরিচালক আতিক পার্কিং থেকে ফোন করে সিনেপ্লেক্সে থাকা টিমের কয়েকজনকে দ্রুত নিচে নামতে বলেন। সবাই মিলে আহমেদ রুবেলকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেন তারা।
পথেই নিস্তেজ হয়ে পড়েছিলেন রুবেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সিনেপ্লেক্সে ততক্ষণে শোকের ছায়া। দেশের নন্দিত সব অভিনেতা, লেখক, শিক্ষক, পরিচালক, সাংবাদিক সকলেই উপস্থিত সেখানে। সকলের মধ্যে দ্বিধা, প্রিমিয়ার আর হবে কি না। নির্মাতা আতিক সিদ্ধান্ত নেন রুবেলকে শ্রদ্ধা নিবেদন করা হবে এই সিনেমার মধ্যে দিয়ে। তাতে সায় আসে রুবেলের সহশিল্পী এবং দর্শক সারি থেকেও। প্রথমে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সবাই। তারপর রুবেলকে উৎসর্গ করে প্রদর্শিত হয় ‘পেয়ারার সুবাস’। এই সিনেমায় আরও অভিনয় করেছেন তারেক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ অনেকে। ৯২ মিনিটের সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ এবং সহ-প্রযোজনায় চরকি। গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘পেয়ারার সুবাস’র।