ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

পেছালো রাকসু নির্বাচন

  • আপডেট সময় : ০৮:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সভায় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনোভাবেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল নয়।

কারণ হিসেবে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। সেজন্য উপরোক্ত বিবেচনায়, নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ওআ/আপ্র/২২/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পেছালো রাকসু নির্বাচন

আপডেট সময় : ০৮:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সভায় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনোভাবেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল নয়।

কারণ হিসেবে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। সেজন্য উপরোক্ত বিবেচনায়, নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ওআ/আপ্র/২২/০৯/২০২৫