ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

পেগাসাস তদন্তে ভারতীয় সুপ্রিম কোর্টের তিন সদস্যের কমিটি গঠন

  • আপডেট সময় : ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকার জরুরি। সরকার নিজের মর্জিমতো অন্যের ফোনে আড়ি পাততে পারে না। গতকাল বুধবার ফোনে আড়ি পাতা নিয়ে পেগাসাস মামলার রায় দেওয়ার সময় ভারতীয় সুপ্রিম কোর্ট এ মন্তব্য করেছেন। সেই সঙ্গে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
আদালত বলেন, ‘প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষার অধিকার সুরক্ষিত রাখা জরুরি।’ প্রধান বিচারপতি এনভি রামন জানান, সরকারের কাছে জবাব চেয়ে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার সন্তোষজনক জবাব না দেওয়ায় আদালত তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করছে। তিন সদস্যের এই কমিটির প্রধান হবেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আরবি রবীন্দ্রণ। কমিটির বাকি দুই সদস্য অলোক জোশী ও সন্দীপ ওবেরয়। দুজনই সাইবার বিশেষজ্ঞ।
বহুল আলোচিত পেগাসাস ফোনে আড়ি পাতা কা-ে বেশ বেকায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। বিচারপতি, রাজনীতিবিদ, তদন্ত সংস্থার প্রধান, সাংবাদিক থেকে শুরু করে তিন শতাধিক বিশিষ্টজনের ফোনে আড়ি পাতার অভিযোগ নতুন মোড় পেল আজ।
কেন্দ্রীয় সরকার অবশ্য পেগাসাস নিয়ে সব অভিযোগ অস্বীকার করেছে। তবে অস্বীকার সম্পর্কিত হলফনামায় অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন আদালত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পেগাসাস তদন্তে ভারতীয় সুপ্রিম কোর্টের তিন সদস্যের কমিটি গঠন

আপডেট সময় : ১১:৩৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকার জরুরি। সরকার নিজের মর্জিমতো অন্যের ফোনে আড়ি পাততে পারে না। গতকাল বুধবার ফোনে আড়ি পাতা নিয়ে পেগাসাস মামলার রায় দেওয়ার সময় ভারতীয় সুপ্রিম কোর্ট এ মন্তব্য করেছেন। সেই সঙ্গে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
আদালত বলেন, ‘প্রত্যেক নাগরিকের গোপনীয়তা রক্ষার অধিকার সুরক্ষিত রাখা জরুরি।’ প্রধান বিচারপতি এনভি রামন জানান, সরকারের কাছে জবাব চেয়ে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার সন্তোষজনক জবাব না দেওয়ায় আদালত তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করছে। তিন সদস্যের এই কমিটির প্রধান হবেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আরবি রবীন্দ্রণ। কমিটির বাকি দুই সদস্য অলোক জোশী ও সন্দীপ ওবেরয়। দুজনই সাইবার বিশেষজ্ঞ।
বহুল আলোচিত পেগাসাস ফোনে আড়ি পাতা কা-ে বেশ বেকায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। বিচারপতি, রাজনীতিবিদ, তদন্ত সংস্থার প্রধান, সাংবাদিক থেকে শুরু করে তিন শতাধিক বিশিষ্টজনের ফোনে আড়ি পাতার অভিযোগ নতুন মোড় পেল আজ।
কেন্দ্রীয় সরকার অবশ্য পেগাসাস নিয়ে সব অভিযোগ অস্বীকার করেছে। তবে অস্বীকার সম্পর্কিত হলফনামায় অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন আদালত।