প্রত্যাশা ডেস্ক : আমাজন ও ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা ধনকুবের ব্যবসায়ী জেফ বেজস ভবিষ্যদ্বাণী করেছেন, ‘পৃথিবী নয়, মহাকাশই হবে ভবিষ্যৎ মানুষের বাসস্থান’।
সম্প্রতি ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথিড্রালে একটি অনুষ্ঠানে অংশ নেন জেফ। সেখানে উপস্থিত ছিলেন নাসার অন্যতম কর্মকর্তা বিল নেলসনও। নিজের বক্তব্যে জেফ বলেন, ভবিষ্যতের মানুষ, যারা মহাকাশে জন্মাবেন, তাদের ঘুরতে আসার জায়গা হবে আমাদের এই পৃথিবী। জেফের ভাষ্য, ‘যেভাবে আমরা ইয়েলো স্টোন ন্যাশনাল পার্ক দেখতে যাই, সেভাবেই ভবিষ্যতের মানুষ পৃথিবীতে ঘুরতে আসবে।’
প্রসঙ্গত, এই বক্তব্য কেবল একা জেফেরই নয়, ধনকুবের ব্যবসায়ীর অন্যতম প্রতিযোগী ‘স্পেস এক্স’-এর প্রতিষ্ঠাতা এলেন মাস্কও কয়দিন আগে এমন কথা বলেছেন। তার মতে, আগামী একশো বছরের মধ্যে বিভিন্ন গ্রহে বসতি স্থাপন করবে মানুষ।
উল্লেখ্য, জেফের মহাকাশ ভ্রমণের পরেই ‘স্পেস টুরিজম’ জনপ্রিয় হতে শুরু করেছে। মহাকাশ বিজ্ঞানীদের পাশাপাশি জেফের মতো ব্যবসায়ীরাও এখন কোটি টাকা খরচ করে মহাশূন্যে বেড়াতে যেতে পারেন। সবটা দেখে অনেকেরই বক্তব্য, ভবিষ্যতে একাধিক গ্রহের প্রাণী হয়ে উঠবে মানুষ। উল্লেখ্য, মহাকাশ নিয়ে উৎসাহী জেফ ২০২১ সালের ২১ জুলাইয়ে নিজের সংস্থার তৈরি রকেটে চড়ে মহাকাশ ভ্রমণ করেন। তার সঙ্গী ছিলেন ভাই মার্ক ও আরেক ‘মহাকাশ পর্যটক’ অলিভার ডিমেন। এই যাত্রা থেকে পৃথিবীতে মহাকাশ পর্যটন ব্যবসার সূচনা হয়।
পৃথিবী নয়, মহাকাশই হবে ভবিষ্যৎ মানুষের বাসস্থান
ট্যাগস :
পৃথিবী নয়
জনপ্রিয় সংবাদ


























