ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি পুতিনের

  • আপডেট সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কোনও দেশ যদি রাশিয়ার ওপর পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার দুঃসাহস দেখায় তাহলে সেই দেশকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। শুক্রবার তিনি এই হুমকি দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো আক্রান্ত হওয়ার আগে পারমাণবিক হামলা চালানোর কোনও ইচ্ছা রাশিয়ার নেই। কিন্তু আক্রমণ হলে অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র দিয়ে জবাব দিতে বাধ্য হবে মস্কো। পুতিন আরও বলেছেন, পশ্চিমা দেশগুলোর বিশ্ব মঞ্চে প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্বে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়ছে। এটি পশ্চিমা অভিজাতদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আদর্শিক প্রভাব বিস্তারের চেষ্টার প্রত্যক্ষ পরিণতি। রুশ প্রেসিডেন্ট বলেন, তারা পরিকল্পনা মাফিক বিশৃঙ্খলা বহুগুণ বাড়ায় এবং আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটায়। ইউক্রেনের পরিস্থিতিকে পশ্চিমারা কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে সংঘাতে পশ্চিমারা ইউক্রেনের জনগণকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি পুতিনের

আপডেট সময় : ১১:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কোনও দেশ যদি রাশিয়ার ওপর পারমাণবিক অস্ত্র দিয়ে হামলার দুঃসাহস দেখায় তাহলে সেই দেশকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। শুক্রবার তিনি এই হুমকি দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো আক্রান্ত হওয়ার আগে পারমাণবিক হামলা চালানোর কোনও ইচ্ছা রাশিয়ার নেই। কিন্তু আক্রমণ হলে অত্যাধুনিক হাইপারসনিক অস্ত্র দিয়ে জবাব দিতে বাধ্য হবে মস্কো। পুতিন আরও বলেছেন, পশ্চিমা দেশগুলোর বিশ্ব মঞ্চে প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্বে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়ছে। এটি পশ্চিমা অভিজাতদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আদর্শিক প্রভাব বিস্তারের চেষ্টার প্রত্যক্ষ পরিণতি। রুশ প্রেসিডেন্ট বলেন, তারা পরিকল্পনা মাফিক বিশৃঙ্খলা বহুগুণ বাড়ায় এবং আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটায়। ইউক্রেনের পরিস্থিতিকে পশ্চিমারা কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে সংঘাতে পশ্চিমারা ইউক্রেনের জনগণকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করছে।