সেবক বিশ্বাস :
বন্দি পাখির পক্ষে কথা বলি আমি-
আমি হাত তুলি খুলে দেওয়া জানালার খোলা আলোর পক্ষে।
আমি শেকড়ের পক্ষে; আমি পক্ষে মাটির, মননের-
আমি পক্ষে ছয় পায়ে পিলপিল চলা ক্ষুদ্র পিঁপড়ের।
আমি পক্ষে আনন্দের, আশার, ধৈর্যের-
আমি সাম্যের, পরার্থের, বুভুক্ষের, নির্যাতিতের পক্ষে!
আমি পক্ষে শ্রমের, শ্রমজীবীর, অনালস্যের,
আমি পক্ষে ভক্তির, মুক্তির, নির্ভয়ের,
আমি পক্ষে মিলনমেলার!
আমি পক্ষে দৃঢ়তার, যুক্তির, বিজ্ঞানের,
আমি পক্ষে প্রকৃতির,
আমি পক্ষে জীবনের, মৃত্যুর!
বৃক্ষতলে শুকিয়ে যাওয়া নিরীহ চারাগাছটির পক্ষে আমি-
আমি পক্ষে মিছিলের; মিছিল তোলা বিপ্লবীর!
আমি পক্ষে সেবার, সংগ্রামের, শান্তির, সৃষ্টির।
আমি পক্ষে ভালোবাসার, সুরের, সংগীতের-
আমি পক্ষে মুক্তিযুদ্ধের,
আমি পক্ষে স্বাধীনতার!
আমি পক্ষে ন্যায় ও সত্যের, সততা ও সুন্দরের-
আমি মানবতার পক্ষে,
আমি পক্ষে আত্মবিচারের-
আমি কবির পক্ষে, আমি কবিতার পক্ষে।
মঙ্গল নয়, নেপচুন নয়-পৃথিবীর পক্ষে আমি।।