প্রযুক্তি ডেস্ক : মহাকাশে ঘুরে বেড়াচ্ছে চাঁদের টুকরো। এটি রয়েছে পৃথিবীর বেশ কাছাকাছিই। রাতের আকাশের এই ‘চাঁদের টুকরো’ নিয়ে এখন রীতিমতো চর্চা চলছে। চর্চা চলছে মহাকাশবিজ্ঞানীদের মধ্যে। চর্চা সাধারণ মানুষের মধ্যেও।
এক জ্যোতির্বিজ্ঞানী বলেছেন, ছোট আকার-আকৃতির এই খ-টি খুব সম্ভব চাঁদেরই টুকরো, তবে এর সম্বন্ধে খুব বেশি কথা জানা যায়নি।
‘নেচার কমিউনিকেশনস’ পত্রিকায় এই সংক্রান্ত একটি লেখা প্রকাশিত হয়েছে। ‘ইউনিভার্সিটি অব অ্যারিজোনা’র দ্বারা পরিচালিত এই সংক্রান্ত গবেষক দলটি এই মহাজাগতিক টুকরোটি নিয়ে চর্চা চালাচ্ছে।
দক্ষিণ অ্যারিজোনায় মাউন্ট গ্রাহামে একটি টেলিস্কোপ বসিয়ে নিরীক্ষণের কাজটি করা হচ্ছে। প্রসঙ্গত, এই মহাজাগতিক বস্তুটিকে ২০১৬ সালেই প্রথম দেখা গিয়েছিল।
পৃথিবীর খুব কাছে উড়ে বেড়াচ্ছে ‘চাঁদের টুকরো’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ