ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পৃথিবীর কক্ষপথে দুটি ডেটা সেন্টার বসানোর পরিকল্পনা

  • আপডেট সময় : ০৬:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: ২০২৫ সালের শেষ নাগাদ পৃথিবীর নিম্ন কক্ষপথে একজোড়া অরবিটাল ডেটা সেন্টার বা ওডিসি নোড বসানোর পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ অবকাঠামো উন্নয়ন কোম্পানি অ্যাক্সিওম স্পেস।

বাণিজ্যিকভাবে মহাকাশ স্টেশন বানানোর পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির এবং ক্রু মিশন চালুর জন্য ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স-এর ক্যাপসুল ব্যবহার করবে তারা।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের ‘কলোরাডো স্প্রিংস’ শহরে ‘ন্যাশনাল স্পেস সিম্পোজিয়াম’-এ এমন ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

‘কেপলার কমিউনিকেশনস’ অপটিক্যাল রিলে নেটওয়ার্কের অংশ হিসেবে থাকা এসব নোড ভূমির অবকাঠামো থেকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্বাধীনভাবে কাজ করতে পারবে। অন্যান্য ‘স্মার্ট’ স্যাটলাইটের মতো এগুলোর অনবোর্ড কম্পিউট ও স্টোরেজ ক্ষমতাও থাকবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ প্রযুক্তি বিষয়ক সাইট রেজিস্টার। তবে, মহাকাশের এমন সীমানায় ডেটা সেন্টার বসানোর বিষয়টি নতুন কিছু নয়।
এর আগে ২০২২ সালে দীর্ঘমেয়াদী ডেটা স্টোরেজ হিসাবে লুনার লাভা টিউবের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে বিভিন্ন ডেটা সেন্টার ব্যবহারের উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কথা বলেছিল ডেটা স্টোরেজ কোম্পানি লোনস্টার।

অ্যাক্সিওম বলেছে, পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটলাইটগুচ্ছ ও অন্যান্য বিভিন্ন মহাকাশযানে সরাসরি সুরক্ষিত উপায়ে ক্লাউড ডেটা স্টোরেজ ব্যবহার করবে ও সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং বা এআই পরিষেবা সরবরাহ করবে এসব ওডিসি।

অ্যাক্সিওম স্পেস-এর ইন স্পেস ডেটা অ্যান্ড সিকিউরিটি’র গ্লোবাল ডিরেক্টর জেসন অ্যাসপিওটিস বলেছেন, ২০২২ সাল থেকে আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে একটি এডব্লিউএস স্নোকোন উৎক্ষেপণের মাধ্যমে ওডিসি সক্ষমতা উন্নয়নের কাজটি করে যাচ্ছি। সর্বশেষ ‘এক্সডিসিইউ-১’ রেড হ্যাটচালিত ডিভাইসটি আইএসএসে পাঠানো হবে ২০২৫ সালের বসন্তকালের কোনো এক সময়ে।

অ্যাসপিওটিস বলেন, অপটিক্যাল ইন্টার স্যাটেলাইট লিংক বা ওআইএসএল সক্ষমতার অগ্রগতিতে মার্কিন বাণিজ্যিক সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ব্যাপকহারে বিনিয়োগের মাধ্যমে গত কয়েক বছরে মহাকাশে অপটিক্যাল যোগাযোগ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের ভবিষ্যতে এসব ওডিসি নোডে উদীয়মান ১০ জিবিপিএস’সহ ওআইএসএল ও স্পেস টু গ্রাউন্ড অপটিক্যাল যোগাযোগ সক্ষমতাকে একীভূত করার পরিকল্পনা করছি আমরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পৃথিবীর কক্ষপথে দুটি ডেটা সেন্টার বসানোর পরিকল্পনা

আপডেট সময় : ০৬:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

প্রযুক্তি ডেস্ক: ২০২৫ সালের শেষ নাগাদ পৃথিবীর নিম্ন কক্ষপথে একজোড়া অরবিটাল ডেটা সেন্টার বা ওডিসি নোড বসানোর পরিকল্পনা করেছে মার্কিন মহাকাশ অবকাঠামো উন্নয়ন কোম্পানি অ্যাক্সিওম স্পেস।

বাণিজ্যিকভাবে মহাকাশ স্টেশন বানানোর পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির এবং ক্রু মিশন চালুর জন্য ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স-এর ক্যাপসুল ব্যবহার করবে তারা।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের ‘কলোরাডো স্প্রিংস’ শহরে ‘ন্যাশনাল স্পেস সিম্পোজিয়াম’-এ এমন ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

‘কেপলার কমিউনিকেশনস’ অপটিক্যাল রিলে নেটওয়ার্কের অংশ হিসেবে থাকা এসব নোড ভূমির অবকাঠামো থেকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্বাধীনভাবে কাজ করতে পারবে। অন্যান্য ‘স্মার্ট’ স্যাটলাইটের মতো এগুলোর অনবোর্ড কম্পিউট ও স্টোরেজ ক্ষমতাও থাকবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ প্রযুক্তি বিষয়ক সাইট রেজিস্টার। তবে, মহাকাশের এমন সীমানায় ডেটা সেন্টার বসানোর বিষয়টি নতুন কিছু নয়।
এর আগে ২০২২ সালে দীর্ঘমেয়াদী ডেটা স্টোরেজ হিসাবে লুনার লাভা টিউবের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে বিভিন্ন ডেটা সেন্টার ব্যবহারের উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কথা বলেছিল ডেটা স্টোরেজ কোম্পানি লোনস্টার।

অ্যাক্সিওম বলেছে, পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটলাইটগুচ্ছ ও অন্যান্য বিভিন্ন মহাকাশযানে সরাসরি সুরক্ষিত উপায়ে ক্লাউড ডেটা স্টোরেজ ব্যবহার করবে ও সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা মেশিন লার্নিং বা এআই পরিষেবা সরবরাহ করবে এসব ওডিসি।

অ্যাক্সিওম স্পেস-এর ইন স্পেস ডেটা অ্যান্ড সিকিউরিটি’র গ্লোবাল ডিরেক্টর জেসন অ্যাসপিওটিস বলেছেন, ২০২২ সাল থেকে আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে একটি এডব্লিউএস স্নোকোন উৎক্ষেপণের মাধ্যমে ওডিসি সক্ষমতা উন্নয়নের কাজটি করে যাচ্ছি। সর্বশেষ ‘এক্সডিসিইউ-১’ রেড হ্যাটচালিত ডিভাইসটি আইএসএসে পাঠানো হবে ২০২৫ সালের বসন্তকালের কোনো এক সময়ে।

অ্যাসপিওটিস বলেন, অপটিক্যাল ইন্টার স্যাটেলাইট লিংক বা ওআইএসএল সক্ষমতার অগ্রগতিতে মার্কিন বাণিজ্যিক সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ব্যাপকহারে বিনিয়োগের মাধ্যমে গত কয়েক বছরে মহাকাশে অপটিক্যাল যোগাযোগ অনেক দূর এগিয়ে গেছে। আমাদের ভবিষ্যতে এসব ওডিসি নোডে উদীয়মান ১০ জিবিপিএস’সহ ওআইএসএল ও স্পেস টু গ্রাউন্ড অপটিক্যাল যোগাযোগ সক্ষমতাকে একীভূত করার পরিকল্পনা করছি আমরা।