প্রত্যাশা ডেস্ক : দেশের একাধিকস্থান পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর : দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। গত সোমবার রাত ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার ব্যাঙকালী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে কোতোয়ালি থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান। নিহতদের একজন হলেন পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া গ্রামের আব্দুর রহিম। হতাহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে বলতে পারেনি পুলিশ। পরিদর্শক আসাদুজ্জামান বলেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী আহসান পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গেলে ৩০ জনের বেশি আহত হন।
খবর পেয়ে দিনাজপুর এবং সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনজন মারা যান।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ মিয়া জানান, হাসপাতালে আনার পরপরই দুইজন এবং রাত ১১টার দিকে দুই বছরের এক শিশু মারা যায়। আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে মাইক্রোবাস, নিহত দুই : কুমিল্লার লাকসামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পোলাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাস যাত্রী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার স্কুলশিক্ষক জামাল উদ্দিন (৫২) এবং চা দোকানের কর্মচারী পোলাইয়া এলাকার চান মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)। লাকসাম হাইওয়ে ক্রসিং থানার আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তিনজন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নোয়াখালী যাচ্ছিল। একপর্যায়ে পোলাইয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি চায়ের দোকানে ঢুকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিন ও জাকির হোসেন নিহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নাটোরে বাসের ধাক্কায় পিকআপের চালক ও হেলপার নিহত : নাটোরের লালপুরে বাসের ধাক্কায় পিকআপের চালক আপন মিয়া (২০) ও হেলপার মোয়াজ্জেম হোসেন (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে বনপাড়া-পাবনা সড়কে উপজেলার কদমচিলান ইউনিয়নের ক্লিকমোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পিকআপের চালক আপন মিয়া টাঙ্গাইল সদরের বিল গারিন্দা গ্রামের মো. রমজান আলীর ছেলে এবং হেলপার মোয়াজ্জেম হোসেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার পশ্চিমপাড়া গ্রামের হাজি মঞ্জুর ছেলে।
সরাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : ব্রাহ্মণবাড়িয়ার সারাইলে বাসের ধাক্কায় নাম না জানা (৪০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রতক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি বাসের ধাক্কায় ঢাকা দিকে যাওয়া মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির এক আরোহীর মৃত্যু হয়। অপর জন আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। খাটিঁহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ