প্রত্যাশা ডেস্ক : গতকাল মঙ্গলবার কয়েক জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
স্কুলে যাওয়ার পথে বাবা-ছেলের প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক : বাবার বাইসাইকেলে চেপে স্কুলে যাওয়ার পথে ঘাতক ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুজন। শেরপুরের নকলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন বাবা হানিফ মিয়া (৪২) ও ছেলে পিয়াস (১১)। মঙ্গলবার সকালে উপজেলা শহরের সাবরেজিস্ট্রি অফিসের সামনে ঢাকা-শেরপুর মহাসড়কে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া নকলার কলাপাড়া এলাকার কৃষক। তার ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, প্রতিদিন বাইসাইকেলে ছেলেকে স্কুলে রেখে আসতেন কৃষক বাবা হানিফ মিয়া। মঙ্গলবার ছেলেকে নকলা শহরের রইস একাডেমিতে নিয়ে যাওয়ার পথে পেছন থেকে একটি বেপরোয়া ট্রাক তাদের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান হানিফ মিয়া। কলাপাড়া ওয়ার্ডের কাউন্সিলর ইন্তাজ আলী জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পিয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ট্রাকের সঙ্গে সংঘর্ষে নৈশকোচের চালকসহ নিহত ২ : দিনাজপুরের ফুলবাড়ীতে নৈশকোচ ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কোচের চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কোচের আরও দুই যাত্রী। মঙ্গলবার ভোর ৫টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী উপজেলার ব্রহ্মচারী মন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে কোচ চালক আব্দুল হাকিম (৩২) এবং যাত্রী আশিক আলী (২৩) নিহত হন। আব্দুল হাকিম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে এবং আশিক দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়ার নাসির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত : দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় ওমর ফারুক (৩৯) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে ঘোড়াঘাট থানা পুলিশের পিকআপের চালক হিসেবে কর্মরত ছিলেন। গ্রেফতার ট্রাকের হেলপার বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৩৮)। দুর্ঘটনার সময় তিনি ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
কাঠবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেলো ২ জনের : খাগড়াছড়ির গুইমারার তৈকর্মাতে কাঠবোঝাই ট্রাক উল্টে দুই জন নিহত এবং পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহতরা হলেন– মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ রাজু (৩৫) এবং আবদুল কাদেরের ছেলে ইলিয়াছ (৩৬)। তারা দুজনই শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গুইমারা থানার ওসি আবদুর রশিদ জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে ট্রাকটি গাছ নিয়ে মানিকছড়ির উদ্দেশ্যে রওনা হয়। কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা টার্নিংয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ড ওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে দুজন নিহত হন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ